Ajker Patrika

খুবিতে ৪র্থ মেধা তালিকায় ভর্তি কার্যক্রম শুরু 

খুবি প্রতিনিধি
খুবিতে ৪র্থ মেধা তালিকায় ভর্তি কার্যক্রম শুরু 

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) চতুর্থ মেধা তালিকার ভিত্তিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয়। আগামী শনিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট এর মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ku.ac.bd/undergraduate ইউনিট ও স্কুল অনুযায়ী চতুর্থ মেধা তালিকাসহ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানিয়েছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পাসের মূল মার্কশিট আগামী রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি কার্যক্রম বাতিল হয়ে যাবে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে জমা নেওয়া হবে। মূল মার্কশিট দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এফোর সাইজের খামে করে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম বলেন, চতুর্থ পর্যায়ে ভর্তির জন্য ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীর পছন্দের তালিকায় একাধিক বিশ্ববিদ্যালয় থাকলেও যেকোনো একটিতে ভর্তি হতে হবে। একটিতে ভর্তি হলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন সম্পন্ন করলে আগেরটিতে ভর্তির জন্য বিবেচিত হবে না।

অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম আরও বলেন, এরই মধ্যে জিএসটিভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হতে হবে না। তবে আবেদনকারী একই সঙ্গে অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে অন্যটিতে স্থানান্তর (ইউনিভার্সিটি মাইগ্রেশন) করতে পারবে।

আবেদনকারীকে নিজ দায়িত্বে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে ওয়েবসাইট gstadmission.ac.bd এর মাধ্যমে অনলাইনে ইউনিভার্সিটি মাইগ্রেশন শনিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয় জমা আছে সেখানেই থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

ভারত কি রাখাইন হয়ে সেভেন সিস্টারসে পণ্য পরিবহন করতে পারবে

চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে সেনা সদরের প্রতিনিধিদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত