খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) চতুর্থ মেধা তালিকার ভিত্তিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয়। আগামী শনিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট এর মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ku.ac.bd/undergraduate ইউনিট ও স্কুল অনুযায়ী চতুর্থ মেধা তালিকাসহ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানিয়েছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পাসের মূল মার্কশিট আগামী রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি কার্যক্রম বাতিল হয়ে যাবে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে জমা নেওয়া হবে। মূল মার্কশিট দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এফোর সাইজের খামে করে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম বলেন, চতুর্থ পর্যায়ে ভর্তির জন্য ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীর পছন্দের তালিকায় একাধিক বিশ্ববিদ্যালয় থাকলেও যেকোনো একটিতে ভর্তি হতে হবে। একটিতে ভর্তি হলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন সম্পন্ন করলে আগেরটিতে ভর্তির জন্য বিবেচিত হবে না।
অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম আরও বলেন, এরই মধ্যে জিএসটিভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হতে হবে না। তবে আবেদনকারী একই সঙ্গে অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে অন্যটিতে স্থানান্তর (ইউনিভার্সিটি মাইগ্রেশন) করতে পারবে।
আবেদনকারীকে নিজ দায়িত্বে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে ওয়েবসাইট gstadmission.ac.bd এর মাধ্যমে অনলাইনে ইউনিভার্সিটি মাইগ্রেশন শনিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয় জমা আছে সেখানেই থাকবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) চতুর্থ মেধা তালিকার ভিত্তিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয়। আগামী শনিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট এর মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ku.ac.bd/undergraduate ইউনিট ও স্কুল অনুযায়ী চতুর্থ মেধা তালিকাসহ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানিয়েছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পাসের মূল মার্কশিট আগামী রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি কার্যক্রম বাতিল হয়ে যাবে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে জমা নেওয়া হবে। মূল মার্কশিট দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এফোর সাইজের খামে করে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম বলেন, চতুর্থ পর্যায়ে ভর্তির জন্য ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীর পছন্দের তালিকায় একাধিক বিশ্ববিদ্যালয় থাকলেও যেকোনো একটিতে ভর্তি হতে হবে। একটিতে ভর্তি হলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন সম্পন্ন করলে আগেরটিতে ভর্তির জন্য বিবেচিত হবে না।
অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম আরও বলেন, এরই মধ্যে জিএসটিভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হতে হবে না। তবে আবেদনকারী একই সঙ্গে অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে অন্যটিতে স্থানান্তর (ইউনিভার্সিটি মাইগ্রেশন) করতে পারবে।
আবেদনকারীকে নিজ দায়িত্বে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে ওয়েবসাইট gstadmission.ac.bd এর মাধ্যমে অনলাইনে ইউনিভার্সিটি মাইগ্রেশন শনিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয় জমা আছে সেখানেই থাকবে।
ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চারটি স্কুলে বিভক্ত হয়ে পরিচালিত হবে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস; স্কুল অব আর্টস অ্যান্ড হিউমিনিটিসের জন্য সরকারি বাংলা কলেজ এবং স্কুল অব
৪ ঘণ্টা আগেবিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
২ দিন আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
২ দিন আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
২ দিন আগে