Ajker Patrika

পাসের হারে শীর্ষে বরিশাল, এবারও তলানিতে সিলেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৪: ১০
পাসের হারে শীর্ষে বরিশাল, এবারও তলানিতে সিলেট

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সবচেয়ে বেশি ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে বরিশাল বোর্ডে। অন্যদিকে গত বছরের মতো এবারও সিলেট বোর্ডে সবচেয়ে কম ৭৬ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। গত বছর এই হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ।

আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলের বিস্তারিত তুলে ধরার সময় এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, আন্তবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।

ফল বিশ্লেষণ করে দেখা যায়, বরিশাল বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৯০ হাজার ১৯৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয় ৮১ হাজার ৩৩৯ জন। আর সিলেট বোর্ড থেকে এসএসসিতে অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৫৩২ জন শিক্ষার্থী, যাদের মধ্যে উত্তীর্ণ হয় ৮৩ হাজার ৩০৬ জন। 

এ দুই শিক্ষা বোর্ডের বাইরে অন্যান্য বোর্ডের পাসের হার যথাক্রমে—রাজশাহী ৮৭ দশমিক ৮৯ শতাংশ, যশোর ৮৬ দশমিক ১৭ শতাংশ, ময়মনসিংহ ৮৫ দশমিক ৪৯ শতাংশ, কুমিল্লা ৭৮ দশমিক ৪২ শতাংশ, চট্টগ্রাম ৭৮ দশমিক ২৯ শতাংশ, ঢাকা ৭৭ দশমিক ৫৫ এবং দিনাজপুর ৭৬ দশমিক ৮৭ শতাংশ। 

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৯৪, মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত