নরওয়েতে সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে পড়তে গেলে এখন থেকে টিউশন ফি লাগবে ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরের দেশগুলো থেকে আসা শিক্ষার্থীদের। আগে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো টিউশন ফি মুক্ত ছিল। গত শুক্রবার (২৪ মার্চ) নরওয়েজীয় পার্লামেন্ট স্টরটিংয়ে তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য টিউশন ফি চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সেই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের খরচ বহনের জন্য দেওয়া ভর্তুকি ব্যবহার করতেও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোকে নিষেধ করা হয়েছে। তবে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থী, ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হয়ে আসা ব্যক্তি, শিক্ষার্থী ও পিএইচডি গবেষকদের এ সিদ্ধান্তের আওতামুক্ত রাখা হয়েছে।
সেনজেনভুক্ত দেশগুলোর ভিসাসংক্রান্ত পোর্টাল সেনজেন ভিসা ইনফোর এক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। চলতি বছরের সেপ্টেম্বর সেশন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ এখন থেকে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ভর্তি হতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানই এই টিউশন ফি নির্ধারণ করবে।
জানা গেছে, গত বছরের অক্টোবর থেকেই তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য টিউশন ফি মুক্ত বিশ্ববিদ্যালয়ের তালিকা বাতিলের প্রস্তাব নিয়ে দেশটির পার্লামেন্ট আলোচনা চলছিল। তা ছাড়া শুক্রবার পার্লামেন্টে সম্পূর্ণ নতুন একটি শিক্ষা আইনেরও প্রস্তাব করেছে সরকার। এ আইনে উচ্চমাধ্যমিক পর্যন্ত প্রত্যেক নাগরিকের শিক্ষার অধিকার নিশ্চিত করা হবে। এ ছাড়া প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে প্রাপ্তবয়স্কদের প্রশিক্ষণ পাওয়ার অধিকারও অন্তর্ভুক্ত করা হয়েছে আইনটিতে।
এ নিয়ে নরওয়ের শিক্ষামন্ত্রী টোঞ্জে ব্রেনার বলেন, ‘নতুন শিক্ষা আইন আরও বেশি তরুণকে কর্মজীবন ও শ্রমবাজারের জন্য প্রস্তুত করবে। আমরা এখন গুরুত্বের সঙ্গে শিক্ষার্থীদের প্রাপ্য অধিকারের আওতা বাড়ানোর প্রস্তাব করেছি। চাকরি পেতে বা আরও অধ্যয়নের জন্য যোগ্যতা অর্জনের সুযোগ যেকোনো ব্যক্তির জন্যই গুরুত্বপূর্ণ।’
নরওয়েজীয় ডাইরেক্টরেট অব ইমিগ্রেশনের (ইউডিআই) তথ্য সূত্রে জানা গেছে, নরওয়েতে ২০২০ সালে ৩ হাজার ৯৪৩ জন বিশ্ববিদ্যালয় ও কলেজছাত্র পড়তে এসেছিলেন। এ ছাড়া পোস্ট-ডক্টরেট পর্বের শিক্ষার্থী ছিল ২৯৩। একই বছর, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে দেশটিতে পড়তে আসেন ৫ হাজার ১৮৭ শিক্ষার্থী।
নরওয়েতে সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে পড়তে গেলে এখন থেকে টিউশন ফি লাগবে ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরের দেশগুলো থেকে আসা শিক্ষার্থীদের। আগে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো টিউশন ফি মুক্ত ছিল। গত শুক্রবার (২৪ মার্চ) নরওয়েজীয় পার্লামেন্ট স্টরটিংয়ে তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য টিউশন ফি চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সেই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের খরচ বহনের জন্য দেওয়া ভর্তুকি ব্যবহার করতেও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোকে নিষেধ করা হয়েছে। তবে বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থী, ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হয়ে আসা ব্যক্তি, শিক্ষার্থী ও পিএইচডি গবেষকদের এ সিদ্ধান্তের আওতামুক্ত রাখা হয়েছে।
সেনজেনভুক্ত দেশগুলোর ভিসাসংক্রান্ত পোর্টাল সেনজেন ভিসা ইনফোর এক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। চলতি বছরের সেপ্টেম্বর সেশন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ এখন থেকে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ভর্তি হতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানই এই টিউশন ফি নির্ধারণ করবে।
জানা গেছে, গত বছরের অক্টোবর থেকেই তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য টিউশন ফি মুক্ত বিশ্ববিদ্যালয়ের তালিকা বাতিলের প্রস্তাব নিয়ে দেশটির পার্লামেন্ট আলোচনা চলছিল। তা ছাড়া শুক্রবার পার্লামেন্টে সম্পূর্ণ নতুন একটি শিক্ষা আইনেরও প্রস্তাব করেছে সরকার। এ আইনে উচ্চমাধ্যমিক পর্যন্ত প্রত্যেক নাগরিকের শিক্ষার অধিকার নিশ্চিত করা হবে। এ ছাড়া প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে প্রাপ্তবয়স্কদের প্রশিক্ষণ পাওয়ার অধিকারও অন্তর্ভুক্ত করা হয়েছে আইনটিতে।
এ নিয়ে নরওয়ের শিক্ষামন্ত্রী টোঞ্জে ব্রেনার বলেন, ‘নতুন শিক্ষা আইন আরও বেশি তরুণকে কর্মজীবন ও শ্রমবাজারের জন্য প্রস্তুত করবে। আমরা এখন গুরুত্বের সঙ্গে শিক্ষার্থীদের প্রাপ্য অধিকারের আওতা বাড়ানোর প্রস্তাব করেছি। চাকরি পেতে বা আরও অধ্যয়নের জন্য যোগ্যতা অর্জনের সুযোগ যেকোনো ব্যক্তির জন্যই গুরুত্বপূর্ণ।’
নরওয়েজীয় ডাইরেক্টরেট অব ইমিগ্রেশনের (ইউডিআই) তথ্য সূত্রে জানা গেছে, নরওয়েতে ২০২০ সালে ৩ হাজার ৯৪৩ জন বিশ্ববিদ্যালয় ও কলেজছাত্র পড়তে এসেছিলেন। এ ছাড়া পোস্ট-ডক্টরেট পর্বের শিক্ষার্থী ছিল ২৯৩। একই বছর, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে দেশটিতে পড়তে আসেন ৫ হাজার ১৮৭ শিক্ষার্থী।
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ২৯ জুলাই, মঙ্গলবার ঢাকায় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
৫ ঘণ্টা আগেস্টামফোর্ড ইউনিভার্সিটিতে আয়োজিত হয়েছে ‘ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’। বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট ওয়েলফেয়ার-এর আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় সেন্ট্রাল অডিটোরিয়ামে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগেকর্মক্ষেত্র গুছিয়ে রাখার কৌশলের জন্য জাপানিরা আবিষ্কার করেছেন ফাইভ এস পদ্ধতি। এ পদ্ধতি নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন। ধরুন, সকালে অফিসে ঢুকেই দেখলেন ডেস্কটা জগাখিচুড়ি। কলম খুঁজে পাচ্ছেন না, দরকারি নোট কোথায় রেখেছেন মনে নেই, চারপাশে কাগজের পাহাড়। এমন অবস্থায় কাজ শুরু করা কি সহজ? মোটেই নয়।
১১ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৩৪ হাজার শূন্যপদ পূরণে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে সরাসরি নিয়োগযোগ্য ২ হাজার ৩৮২টি পদে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চিঠি দেওয়া হয়েছে। আর বাকি পদগুলো মামলা শেষে পদোন্নতির মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হবে।
১ দিন আগে