Ajker Patrika

আইইএলটিএস লিসনিং (পর্ব-৯.৬)

এ টি এম মোজাফফর হোসেন
আইইএলটিএস লিসনিং (পর্ব-৯.৬)

[গত সংখ্যার পর]

Pre-listening & Prediction

খ। প্রি-লিসনিং প্রশ্নপত্র পড়তে শেখা

রেকর্ডিং শোনার আগে পরীক্ষা প্রস্তুতির অনুশীলনে কী করতে হবে, কীভাবে করতে হবে, কেন করতে হবে ইত্যাদি বিশদভাবে বর্ণনা করা হলো। এখানে একটি উদাহরণ দেওয়া হলো।

বিষয়, প্রশ্নপত্রের লিখিত রূপ মর্মার্থ ও কী করণীয়

১। ইনস্ট্রাকশন পড়া

প্রশ্নগুলো গুচ্ছ আকারে (গ্রুপে) দেওয়া থাকে। একেকটি গুচ্ছে ৪-৫টা প্রশ্ন থাকে। অনেক সময় ১০টা পর্যন্ত প্রশ্ন থাকে। প্রতিটি গ্রুপের শুরুতে কিছু ইনস্ট্রাকশন (নির্দেশনা) দেওয়া থাকে। এটি অবশ্যই পড়তে হবে এবং বুঝতে হবে। নতুবা উত্তর সঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এখানে বলে দেবে কী করতে হবে, কীভাবে করতে হবে ইত্যাদি।

Section 1: এটি প্রথম সেকশন

Question 1-10: এখানে ১-১০ পর্যন্ত প্রশ্নগুলো আছে

Complete the notes below: এটি ‘নোট কমপ্লিশন’ টাইপ টাস্ক।

Write one word and/or a number for each answer: এখানে প্রশ্নের জবাব হতে পারে:

ক) একটি শব্দ; অথবা খ) একটি সংখ্যা; অথবা গ) একটি শব্দ এবং একটি সংখ্যা; অথবা ঘ) একটি সংখ্যা এবং একটি শব্দ এখানে একটি পারিবারিক সংক্ষিপ্ত ভ্রমণ বিষয়ে বলা হয়েছে। কেবল শিরোনামের দিকে চোখ বুলিয়েই সম্যক ধারণা নেওয়া গেল যে ১-১০ নম্বর প্রশ্ন ভ্রমণ বিষয়ে হবে।

২। টাইটেল পড়া

Family Excursions

এখানে একটি পারিবারিক সংক্ষিপ্ত ভ্রমণ বিষয়ে বলা হয়েছে। কেবল শিরোনামের দিকে চোখ বুলিয়েই সম্যক ধারণা নেওয়া গেল যে ১-১০ নম্বর প্রশ্ন ভ্রমণ বিষয়ে হবে।

৩। সাব-টাইটেল পড়া

Farm visit (1-4): উপ-শিরোনামগুলো পুনরায় প্রশ্নগুচ্ছগুলো কী বিষয়ে হবে তা বলে দিচ্ছে। ১-৪ নম্বর প্রশ্ন: পারিবারিক ভ্রমণবিষয়ক।

Cycling trips (5-9): ৫-৯ নম্বর প্রশ্ন: সাইকেল আরোহণবিষয়ক।

Cost (10): ১০ নম্বর প্রশ্ন: খরচবিষয়ক। উপ-শিরোনামে

প্রতিটি প্রশ্নগুচ্ছ একই বিষয়ের ওপর বলছে। এগুলোকে তালিকাভুক্ত বিষয়ও বলে। বিষয়গুলো একই রকম হয়। সুতরাং অনুমান করা খুব সহজ হয়।

৪। উদাহরণ খেয়াল করা

Example: Travel on an old steamship.

উদাহরণটি খেয়াল করা প্রয়োজন। এখানে রেকর্ডিংয়ে সরাসরি কথাগুলো বলে, কোনো প্যারাফ্রেজ ছাড়াই। তা ছাড়া শুরুতেই এমনটি করার উদ্দেশ্য হলো পুরো ‘পরীক্ষার পরিবেশ’-এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।

৫। কি পয়েন্টস (Key Points)

Can take photos of the .... that surround the lake.

এখানে ১ নম্বর প্রশ্নে ‘কি পয়েন্ট’- [photos/ surround the lake] তড়িঘড়ি পেনসিল দিয়ে দাগিয়ে নিই। রেকর্ডিং শোনার সময় সঠিক উত্তরটি খুঁজে পেতে এটি কাজে দেবে।

৬। বুলেট পয়েন্টস (যদি থাকে) এর দিকে খেয়াল করা।

  • Can take photos ....
  • Children can help ....

বুলেট পয়েন্ট খেয়াল করলে রেকর্ডিংয়ের সঙ্গে তাল মেলানো (প্রশ্নের টেক্সট অনুসরণ করা) সহজ হয়। তা ছাড়া প্রশ্নের সম্ভাব্য উত্তর অনুমান করা যায়।

৭। প্রশ্নগুলো খেয়াল করা এখানে প্রশ্নগুলো নম্বর দিয়ে থাকে।

প্রশ্ন নম্বরগুলো পেনসিল দিয়ে গোল করে চিহ্নিত করুন, যাতে করে রেকর্ডিং চলার সময় শুনে শুনে প্রশ্নের সঙ্গে তাল মিলিয়ে প্রশ্নের টেক্সট অনুসরণ করে সঠিক উত্তর দেওয়া যায়। এমনটি করলে হারিয়ে যাওয়ার আশঙ্কা কম থাকে।

৮। প্রশ্নের বামে/ ডানে খেয়াল করা

Can take photos of the I ..... that surround lake.

প্রশ্নের বাম/ ডান পাশে মডিফায়ার বা ক্লু থাকে। এখানে ক্লু হলো ফটোস। এই মডিফায়ার/ ক্লুর ওপর নির্ভর করে সঠিক উত্তর নির্ধারিত হয়। মডিফায়ার পরিবর্তন হলে উত্তরও পরিবর্তিত হয়।

৯। উত্তর অনুমান করা

Can take photos of the ..... that surround the lake.

প্রতিটি প্রশ্নের সম্ভাব্য উত্তর অনুমান করতে পারলে উত্তর সম্পর্কে ধারণা হয়ে যায়। তখন রেকর্ডিং শুনে উত্তরগুলো সহজেই ধরে ফেলা যায়। এখানে সম্ভাব্য উত্তর হবে কোনো একটা ফিচার, যেটা লেকটাকে ঘিরে রেখেছে।

[পর্ব-৯.৭ আগামী সংখ্যায়]

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত