Ajker Patrika

নর্থ সাউথ ইউনিভার্সিটির ২০ শতাংশ টিউশন ফি মওকুফ

নর্থ সাউথ ইউনিভার্সিটির ২০ শতাংশ টিউশন ফি মওকুফ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) চলতি সেমিস্টারে (সামার) সব শিক্ষার্থীর ২০ শতাংশ টিউশন ফি মওকুফ করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য ফি শতভাগ মওকুফ করেছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। 

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এর ফলে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের কারণে চলতি সেমিস্টারে শিক্ষার সামগ্রিক পরিবেশ প্রভাবিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ। এ ছাড়া, ২০২৪ সালের গ্রীষ্মকালীন সেমিস্টার থেকে শুরু করে পরবর্তীতে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সঙ্গে সম্পর্কিত সব ফি পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শিক্ষার্থীদের জন্য পরিবহন পরিষেবা চালু করার কথা জানিয়েছে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ। এছাড়া শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্যের দিকে আলোকপাত করে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে একটি নতুন অনলাইন (অ্যাপ এবং হটলাইনের মাধ্যমে) কাউন্সেলিং প্রোগ্রাম এবং নতুন একটি অন-ক্যাম্পাস ইন-পার্সন কাউন্সেলিং প্রোগ্রাম (বাইরের অংশীদার সংস্থার মাধ্যমে)। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী স্প্রিং ২০২৫ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা এবং নতুন মানদণ্ড প্রবর্তন করার বিষয়েও আলোচনা চলছে। শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে ধারাবাহিক মতবিনিময়ের একটি যথাযথ কাঠামো এবং প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ। এনএসইউ ক্যাম্পাস ছাত্র রাজনীতি থেকে মুক্ত থাকবে বলেও জানানো হয়েছে। এটি এনএসইউ’র অন্যতম প্রধান প্রতিষ্ঠাতাকালীন নীতি যা কঠোরভাবে বজায় রাখার কথা জানিয়েছেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ। 

এ ছাড়া ট্রাই-সেমিস্টার সিস্টেমসহ বেশকিছু বিষয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়। এসব নিয়ে পরবর্তীতে যথাযথ বিশ্লেষণ ও প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত