প্রতিনিধি, ঢাবি (ঢাকা)
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ঘোষিত মাইগ্রেশন এবং কলেজে জমা দেওয়া কাগজগুলো বিনাশর্তে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে রংপুরের অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা জানান, বিএমডিসির প্রেসিডেন্ট যে আশ্বাস আমাদের দিয়েছিলেন তার লিখিত নির্দেশনা এবং দ্রুত বাস্তবায়নের শুরু দেখতে চান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তাদের দাবি দুটি হচ্ছে—১ম বর্ষ থেকে ৫ম বর্ষ পর্যন্ত প্রায় ২৫০ জন দেশি ও বিদেশি শিক্ষার্থীর সম্পূর্ণ সরকারি হস্তক্ষেপে অনতিবিলম্বে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজে মাইগ্রেশনের ব্যবস্থা করতে হবে এবং মেডিকেলে ভর্তির সময় জমা দেওয়া কাগজপত্রগুলো বিনা শর্তে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী শামিমা শারমীন বলেন, `আমাদের ভবিষ্যৎ দেখতে চাই। আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আমরা এত আন্দোলন করছি এরপরও এখন পর্যন্ত সরকার কিংবা স্বাস্থ্য বিভাগ মুখ তুলে তাকায়নি। তাহলে আমাদের করণীয় কি? আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? আমাদের কি পরিবার নেই? তাহলে কেন আমাদের দিকে একটুও দয়ার দৃষ্টিতে তাকাচ্ছে না সরকার? '
মাইগ্রেশন আন্দোলনের অন্যতম আহ্বায়ক আবু রায়হান সরকার বলেন, মাইগ্রেশন দেওয়ার বিষয়ে ১৬ ফেব্রুয়ারি বিএমডিসি চেয়ারম্যান ড. শহীদুল্লাহ ঘোষণা দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় আমরা সাত মাস ধরে মাঠে আন্দোলন করছি। মালিক পক্ষের প্রতারণা এবং স্বাস্থ্য বিভাগের অসহযোগিতার কারণে এখন পর্যন্ত মাইগ্রেশনের বিষয়ে কোনো সুরাহা মেলেনি।
ফারহান জাদিদ নামের আরও এক শিক্ষার্থী বলেন, `২৫০ জনেরও বেশি দেশি ও বিদেশি শিক্ষার্থী প্রতারণার শিকার হয়েছে। আমরা আমাদের দাবি পূরণের লক্ষ্যে মালিকপক্ষকে একাধিকবার মিটিংয়ে বসার জন্য আহবান করেছি। এতে মালিকপক্ষের দুজন আমাদের আহবানে নামে মাত্র সাড়া দিয়েছেন। কিন্তু কোনো সুরাহা তাঁরা করতে পারেননি। আমরা সাত মাস যাবত আন্দোলন করেও কোনো সুফল পাচ্ছি না। এমতাবস্থায় আমরা হতাশ, বিপর্যস্থ ও শঙ্কিত।'
করোনার এই সময়ে দেশের অন্যান্য মেডিকেল কলেজগুলোতে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকলেও নর্দান মেডিকেল কলেজে গত বছরের এপ্রিল মাস থেকে কোনো ধরনের ক্লাস বা শিক্ষা কার্যক্রম হয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হলেও বিএমডিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ছাড়াই ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৩০০ শিক্ষার্থীকে ভর্তি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে অনুমোদনহীন এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ঘোষিত মাইগ্রেশন এবং কলেজে জমা দেওয়া কাগজগুলো বিনাশর্তে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে রংপুরের অনুমোদনবিহীন নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা জানান, বিএমডিসির প্রেসিডেন্ট যে আশ্বাস আমাদের দিয়েছিলেন তার লিখিত নির্দেশনা এবং দ্রুত বাস্তবায়নের শুরু দেখতে চান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তাদের দাবি দুটি হচ্ছে—১ম বর্ষ থেকে ৫ম বর্ষ পর্যন্ত প্রায় ২৫০ জন দেশি ও বিদেশি শিক্ষার্থীর সম্পূর্ণ সরকারি হস্তক্ষেপে অনতিবিলম্বে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজে মাইগ্রেশনের ব্যবস্থা করতে হবে এবং মেডিকেলে ভর্তির সময় জমা দেওয়া কাগজপত্রগুলো বিনা শর্তে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী শামিমা শারমীন বলেন, `আমাদের ভবিষ্যৎ দেখতে চাই। আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আমরা এত আন্দোলন করছি এরপরও এখন পর্যন্ত সরকার কিংবা স্বাস্থ্য বিভাগ মুখ তুলে তাকায়নি। তাহলে আমাদের করণীয় কি? আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? আমাদের কি পরিবার নেই? তাহলে কেন আমাদের দিকে একটুও দয়ার দৃষ্টিতে তাকাচ্ছে না সরকার? '
মাইগ্রেশন আন্দোলনের অন্যতম আহ্বায়ক আবু রায়হান সরকার বলেন, মাইগ্রেশন দেওয়ার বিষয়ে ১৬ ফেব্রুয়ারি বিএমডিসি চেয়ারম্যান ড. শহীদুল্লাহ ঘোষণা দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় আমরা সাত মাস ধরে মাঠে আন্দোলন করছি। মালিক পক্ষের প্রতারণা এবং স্বাস্থ্য বিভাগের অসহযোগিতার কারণে এখন পর্যন্ত মাইগ্রেশনের বিষয়ে কোনো সুরাহা মেলেনি।
ফারহান জাদিদ নামের আরও এক শিক্ষার্থী বলেন, `২৫০ জনেরও বেশি দেশি ও বিদেশি শিক্ষার্থী প্রতারণার শিকার হয়েছে। আমরা আমাদের দাবি পূরণের লক্ষ্যে মালিকপক্ষকে একাধিকবার মিটিংয়ে বসার জন্য আহবান করেছি। এতে মালিকপক্ষের দুজন আমাদের আহবানে নামে মাত্র সাড়া দিয়েছেন। কিন্তু কোনো সুরাহা তাঁরা করতে পারেননি। আমরা সাত মাস যাবত আন্দোলন করেও কোনো সুফল পাচ্ছি না। এমতাবস্থায় আমরা হতাশ, বিপর্যস্থ ও শঙ্কিত।'
করোনার এই সময়ে দেশের অন্যান্য মেডিকেল কলেজগুলোতে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকলেও নর্দান মেডিকেল কলেজে গত বছরের এপ্রিল মাস থেকে কোনো ধরনের ক্লাস বা শিক্ষা কার্যক্রম হয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হলেও বিএমডিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ছাড়াই ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৩০০ শিক্ষার্থীকে ভর্তি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে অনুমোদনহীন এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক পদে এখন টেলিভিশনের মো. বাইজীদ হোসেন সা’দ নির্বাচিত হয়েছেন।
১১ মিনিট আগেএকজন নিবন্ধিত ও সনদপ্রাপ্ত লাইভস্টক ডিগ্রিধারীর প্রধান কাজ হচ্ছে, প্রাণীর কষ্ট লাঘব ও ব্যথা উপশমে প্রাথমিক চিকিৎসা দেওয়া। তাঁদের কাজ টিকাদান, কৃত্রিম প্রজনন, বার্ডিজ দ্বারা খোজাকরণ, ওয়ার্ড ড্রেসিং ইত্যাদি। এ ছাড়া ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক নির্ধারিত বিভিন্ন সেবাও তাঁরা প্রদান করেন, যা প্রাণিসম্পদ
১০ ঘণ্টা আগেস্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার ২০২৫ সেশনে ভর্তি শুরু হয়েছে। এই ইউনিভার্সিটি ৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।
২১ ঘণ্টা আগেবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমরো’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠ
১ দিন আগে