Ajker Patrika

জাবিতে স্নাতক শ্রেণিতে ভর্তির সময়সূচি

সহায়িকা ডেস্ক
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ১০
জাবিতে স্নাতক শ্রেণিতে ভর্তির সময়সূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‌‌‘এ’ ইউনিটের অধীন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।

‘সি’ ইউনিটের অধীন কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং ‘সি১’  ইউনিটের অধীন কলা ও মানবিকী অনুষদে (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি।

‘ডি’ ইউনিটের অধীন জীববিজ্ঞান অনুষদে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মোট দুই দিনে অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের অধীন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ, সমাজবিজ্ঞান ও আইন অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীন বিজনেস স্টাডিজ অনুষদে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ ফেব্রুয়ারি।

সবশেষে ৩ থেকে ৫ মার্চ ‘সি১’ ইউনিটের অধীন কলা ও মানবিকী অনুষদের (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত