Ajker Patrika

পরীক্ষার নীতিমালা লঙ্ঘন: হাবিবুল্লাহ বাহার কলেজকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার নীতিমালা লঙ্ঘনের দায়ে হাবিবুল্লাহ বাহার কলেজকে শোকজ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষায় হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু ইউসুফ পরিদর্শনের সময় দেখতে পান কেন্দ্রের কোনো কোনো কক্ষে ছোট ছোট (৪ ফুট) বেঞ্চে ২ জন, কোনো কোনো কক্ষে ৬ ফুট বেঞ্চে ৩ জন পরীক্ষার্থীকে বসানো হয়েছে।

আরও বলা হয়, অনেক কক্ষে পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে কথাবার্তা ও পারস্পরিক উত্তরপত্র দেখাদেখি করে লিখছিল। হল পর্যবেক্ষকেরা দায়িত্ব পালনে যথাযথভাবে তৎপর ছিলেন না, যা এইচএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২২ এর সুস্পষ্ট লঙ্ঘন। 

আরও বলা হয়, এ ঘটনায় বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না-এই মর্মে লিখিত জবাব তিন কর্মদিবসের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত