কুবি প্রতিনিধি
ইউনিট ভেদে ৪ থেকে ১৩ বার মেধা তালিকা প্রকাশ করা হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এখনো ১৪ শতাংশ আসন ফাঁকা রয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর সময় মোট ১ হাজার ৪০টি আসনের মধ্যে ৮৪টি ফাঁকা ছিল। তবে ভর্তি বাতিলসহ নানা কারণে এ, বি ও সি ইউনিটের বিভিন্ন বিভাগ মিলিয়ে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ আসনে। এর মধ্যে ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ১০২ এবং এ ও সি ইউনিটে যথাক্রমে ৩০ ও ১১টি আসন ফাঁকা রয়েছে।
এদিকে শূন্য আসন পূরণে আগামী ৩০ মার্চ পর্যন্ত ভর্তি চালু রাখার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তারপরও আসন ফাঁকা থাকলে নতুন করে সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের ভর্তি পরীক্ষার সভায় আমরা আগামী ২৩ মার্চ থেকে ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। এ ক্ষেত্রে যাদের ভাইভা হয়েছে তাদের বিষয় দেওয়া হবে এবং বাকিদের ভাইভার ব্যবস্থা করা হবে। ৩০ মার্চের মধ্যে ফাঁকা আসন পূরণের ব্যবস্থা করা হবে। যদি তারপরও না হয়, তাহলে ৩০ তারিখ আবার সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
ইউনিট ভেদে ৪ থেকে ১৩ বার মেধা তালিকা প্রকাশ করা হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এখনো ১৪ শতাংশ আসন ফাঁকা রয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর সময় মোট ১ হাজার ৪০টি আসনের মধ্যে ৮৪টি ফাঁকা ছিল। তবে ভর্তি বাতিলসহ নানা কারণে এ, বি ও সি ইউনিটের বিভিন্ন বিভাগ মিলিয়ে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ আসনে। এর মধ্যে ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ১০২ এবং এ ও সি ইউনিটে যথাক্রমে ৩০ ও ১১টি আসন ফাঁকা রয়েছে।
এদিকে শূন্য আসন পূরণে আগামী ৩০ মার্চ পর্যন্ত ভর্তি চালু রাখার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তারপরও আসন ফাঁকা থাকলে নতুন করে সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের ভর্তি পরীক্ষার সভায় আমরা আগামী ২৩ মার্চ থেকে ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। এ ক্ষেত্রে যাদের ভাইভা হয়েছে তাদের বিষয় দেওয়া হবে এবং বাকিদের ভাইভার ব্যবস্থা করা হবে। ৩০ মার্চের মধ্যে ফাঁকা আসন পূরণের ব্যবস্থা করা হবে। যদি তারপরও না হয়, তাহলে ৩০ তারিখ আবার সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার ২০২৫ সেশনে ভর্তি শুরু হয়েছে। এই ইউনিভার্সিটি ৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।
৬ ঘণ্টা আগেবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমরো’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠ
১০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানার্জন করেন না, বরং গবেষণা, বিশ্লেষণ ও নানা স্কিল গঠনের সুযোগ পান। এই দক্ষতাগুলোর মধ্যে অন্যতম হলো অ্যাসাইনমেন্ট তৈরি। অ্যাসাইনমেন্ট শুধু পরীক্ষার বিকল্প কিংবা নম্বর তোলার মাধ্যম নয়, বরং এটি একজন শিক্ষার্থী
২০ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেনশিয়াল বৃত্তি ২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের তহবিলযুক্ত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। প্রতি বছর শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে