Ajker Patrika

খুবিতে সমন্বিত পরীক্ষা পদ্ধতির নির্দেশনা

প্রতিনিধি, খুবি
আপডেট : ২৮ জুলাই ২০২১, ১১: ১৯
খুবিতে সমন্বিত পরীক্ষা পদ্ধতির নির্দেশনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২১৩তম সিন্ডিকেট সভায় অনুমোদিত অনলাইন-অফলাইন সমন্বিত পরীক্ষা পদ্ধতির নির্দেশনা প্রেরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সই করা এক বিজ্ঞপ্তিতে সব ডিন, ডিসিপ্লিন প্রধান, ইনস্টিটিউটের পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কাছে এ নির্দেশনা প্রেরণ করা হয়।

উল্লেখ্য, অনলাইন-অফলাইন সমন্বিত পরীক্ষা পদ্ধতিসংক্রান্ত অধ্যাদেশে বলা হয়, সংশ্লিষ্ট পরীক্ষা কমিটি ৩৬ মার্কসের তত্ত্বীয় পরীক্ষার প্রশ্ন নির্ধারিত গুগল ক্লাসরুম বা ফরমে আপলোড করে দেবে। পরীক্ষার্থীদের A4 সাইজের পেজে লেখা সম্পন্ন করে পিডিএফ কপি প্রাতিষ্ঠানিক মেইল দিয়ে নির্ধারিত গুগল ক্লাসরুম বা গুগল ফরমে আপলোড করে দিতে হবে। এ ক্ষেত্রে রিয়েল টাইম পরীক্ষা বা ভিডিও-অডিও অন রেখে পরীক্ষা দিতে হবে না। বাকি ২৪ মার্কসের ভাইভা পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময় বণ্টনের মধ্যে প্রশ্ন আপলোড ৫ মিনিট, লিখিত পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট ও উত্তরপত্র আপলোডের জন্য ১৫ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা। তবে সংশ্লিষ্ট কমিটি যুক্তিযুক্ত মনে করলে এ সময় বাড়াতে পারে বলে অধ্যাদেশে জানানো হয়। এ ছাড়া শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষার জন্য ১৫-২০ মিনিট সময় পাবেন। 

তবে পরীক্ষা চলাকালে কারও যদি বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগে গোলযোগ দেখা দেয় তাহলে সংশ্লিষ্ট পরীক্ষা কমিটি তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

এর আগে ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ব্যাচের প্রথম টার্মের রিভিউ ক্লাস চলবে ১ থেকে ১৪ আগস্ট, অনলাইন-অফলাইন পরীক্ষা গ্রহণসংক্রান্ত প্রশিক্ষণ হবে ১৬ থেকে ৩১ আগস্ট, মডেল টেস্ট ১ থেকে ৬ সেপ্টেম্বর।

এ ছাড়া দ্বিতীয় দফায় রিভিউ ক্লাস ৭ থেকে ২০ সেপ্টেম্বর, পরীক্ষাসংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর এবং প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ১৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত