Ajker Patrika

বিইউবিটিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
বিইউবিটিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সুস্থতা’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিইউবিটির ‘আর ইউ ওকে!’ (Are you okay?) কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সেশনের মূল উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মুক্ত আলোচনার সুযোগ সৃষ্টি করে একটি সহানুভূতিশীল ও সহায়ক পরিবেশ গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘মানসিক সুস্থতা রক্ষা শুধু ব্যক্তিগত নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক ও সামষ্টিক দায়িত্ব। সকলের অংশগ্রহণে একটি সহানুভূতিশীল সমাজ গঠন সম্ভব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী। তিনি বলেন, ‘বিইউবিটি সব সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সামগ্রিক মঙ্গল ও সুস্থতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি জীবনের ভালোবাসার গুরুত্বও বিশেষভাবে তুলে ধরেন।

মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শক আরাফাত আজাদ আভা তাঁর সমাপনী বক্তব্যে বলেন, ‘মানসিক স্বাস্থ্য সম্পর্কে স্বতঃস্ফূর্ত আলোচনা এবং সহানুভূতির পরিবেশ তৈরি করাই আমাদের সামগ্রিক সুস্থতার মূল চাবিকাঠি।’

এই সেশনে বিইউবিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং মানসিক সুস্থতা নিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে একটি ইতিবাচক পরিবেশ গড়ে উঠবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত