Ajker Patrika

যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয়ে ‘স্ট্যাম্প স্কলারশিপ’

শিক্ষা ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয়ে ‘স্ট্যাম্প স্কলারশিপ’

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিখরচায় অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ‘স্ট্যাম্প স্কলারশিপ’-এর আওতায় স্নাতক প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীদের এ বৃত্তি দেবে। আবেদন করা যাবে ১ নভেম্বর পর্যন্ত।

সুযোগ-সুবিধাসমূহ

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
  • আবাসন খরচ প্রদান করবে।
  • ল্যাপটপ প্রদান করবে।
  • প্রায় ১৪ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা উপবৃত্তি প্রদান।
  • স্বাস্থ্যবিমা প্রদান করবে।
  • শিক্ষার্থীদের গবেষণাসহ অন্যান্য ক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা রয়েছে।

আবেদনের যোগ্যতা

  • মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
  • এসিটি ও এসএটি স্কোর লাগবে।
  • উচ্চমাধ্যমিকে ভালো ফল হতে হবে।
  • আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ পেতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই মায়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অ্যাডমিশন নিশ্চিত করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া
স্ট্যাম্প বৃত্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্বনির্ধারিত বিষয়ে সংক্ষেপে একটা প্রতিক্রিয়া লিখতে হবে। এরপর প্রার্থীদের আবেদন এবং প্রয়োজনীয় নথিগুলোর পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করা হবে। যাঁরা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাঁদেরকে আগামী বছরের জানুয়ারির শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হবে।

আবেদন পদ্ধতি
আবেদনের তথ্য ও বৃত্তিটি সম্পর্কে আরও বিস্তারিত এ লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর, ২০২৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত