বিশ্ববিদ্যালয় থেকে মূলত দুটি বৃত্তি অফার করা হয়। একটি বৃত্তির নাম রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি) ও অপরটি ডেকিন ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ (ডিইউপিআরএস)। উভয় বৃত্তিই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
বৃত্তির সুযোগ-সুবিধা
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বছরে ৩৪ হাজার ৪০০ ডলার তহবিল দেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত স্থানান্তর ভাতা, ভিসার সময় স্বাস্থ্যভাতা, সম্পূর্ণ টিউশন ফি মুক্ত ও স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা তহবিল ও বিমানভাড়া দেওয়া হবে।
ডিগ্রির মেয়াদ
ডক্টরাল ডিগ্রির উপবৃত্তির জন্য নির্ধারিত সময় ৩ বছর এবং টিউশন ফি পরিশোধের জন্য নির্ধারিত সময় ৪ বছর। আর গবেষণা স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে উপবৃত্তি ও টিউশন ফি পরিশোধের জন্য সময় ২ বছর।
আবেদনের যোগ্যতা
অন্তত চার বছরের তৃতীয় শিক্ষা সম্পন্নকারী হতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে তৃতীয় শিক্ষা বলতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরবর্তী শিক্ষা, অর্থাৎ স্নাতক পর্যায় বোঝায়। প্রার্থী কমনওয়েলথ বা সমমানের থেকে অন্য কোনো বৃত্তি বা পুরস্কার গ্রহণ করতে পারবে না।
আবেদনের প্রক্রিয়া
শিক্ষার্থীদের আরটিপি ও ডিইউপিআরএস বৃত্তি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে। বৃত্তির আওতাভুক্ত নির্বাচন হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের পূর্ণ সময়ের শিক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত হবেন। ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড এডুকেশন, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট, ফ্যাকাল্টি অব হেলথ এবং ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার্স ম্যাটেরিয়ালসসহ প্রতিটি অনুষদ ও ইনস্টিটিউটে আবেদনের সময় আলাদা। আবেদন করার আগে একটি এক্সপ্রেশন অব ইন্টারেস্ট ফরম পূরণ করতে হবে। এ ছাড়া একজন সুপারভাইজার থেকে অনুমোদনপত্রের প্রয়োজন হতে পারে। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে।
সূত্র: ডেকিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
বিশ্ববিদ্যালয় থেকে মূলত দুটি বৃত্তি অফার করা হয়। একটি বৃত্তির নাম রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি) ও অপরটি ডেকিন ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ (ডিইউপিআরএস)। উভয় বৃত্তিই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
বৃত্তির সুযোগ-সুবিধা
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বছরে ৩৪ হাজার ৪০০ ডলার তহবিল দেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত স্থানান্তর ভাতা, ভিসার সময় স্বাস্থ্যভাতা, সম্পূর্ণ টিউশন ফি মুক্ত ও স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা তহবিল ও বিমানভাড়া দেওয়া হবে।
ডিগ্রির মেয়াদ
ডক্টরাল ডিগ্রির উপবৃত্তির জন্য নির্ধারিত সময় ৩ বছর এবং টিউশন ফি পরিশোধের জন্য নির্ধারিত সময় ৪ বছর। আর গবেষণা স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে উপবৃত্তি ও টিউশন ফি পরিশোধের জন্য সময় ২ বছর।
আবেদনের যোগ্যতা
অন্তত চার বছরের তৃতীয় শিক্ষা সম্পন্নকারী হতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে তৃতীয় শিক্ষা বলতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরবর্তী শিক্ষা, অর্থাৎ স্নাতক পর্যায় বোঝায়। প্রার্থী কমনওয়েলথ বা সমমানের থেকে অন্য কোনো বৃত্তি বা পুরস্কার গ্রহণ করতে পারবে না।
আবেদনের প্রক্রিয়া
শিক্ষার্থীদের আরটিপি ও ডিইউপিআরএস বৃত্তি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে। বৃত্তির আওতাভুক্ত নির্বাচন হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের পূর্ণ সময়ের শিক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত হবেন। ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড এডুকেশন, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট, ফ্যাকাল্টি অব হেলথ এবং ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার্স ম্যাটেরিয়ালসসহ প্রতিটি অনুষদ ও ইনস্টিটিউটে আবেদনের সময় আলাদা। আবেদন করার আগে একটি এক্সপ্রেশন অব ইন্টারেস্ট ফরম পূরণ করতে হবে। এ ছাড়া একজন সুপারভাইজার থেকে অনুমোদনপত্রের প্রয়োজন হতে পারে। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে।
সূত্র: ডেকিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
রাজধানীর সরকারি সাত কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়/সমকক্ষ হওয়ার আগপর্যন্ত এর সার্বিক কার্যক্রম পরিচালিত হবে অধিভুক্ত কলেজের একজন অধ্যক্ষের নেতৃত্বে। আর পুরো কার্যক্রমের নজরদারিতে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সদস্য।
১১ ঘণ্টা আগেবিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে কানাডা অন্যতম একটি গন্তব্য। প্রতিবছর বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী দেশটিতে পড়তে আসেন। উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত ইউরোপের এই দেশটি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে।
২ দিন আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
২ দিন আগে২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে সরকারি–বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জন ভর্তিচ্ছুক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ দিন আগে