Ajker Patrika

অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

১৯৭৪ সালে প্রতিষ্ঠা করা হয় ডেকিন বিশ্ববিদ্যালয়। এটি অস্ট্রেলিয়ার জিলং ভিক্টোরিয়ান শহরে অবস্থিত। সম্প্রতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের শতভাগ বৃত্তি দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এই বৃত্তির জন্য সীমিতসংখ্যক আসনের বিপরীতে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বিস্তারিত লিখেছেন মো. আশিকুর রহমান।

বিশ্ববিদ্যালয় থেকে মূলত দুটি বৃত্তি অফার করা হয়। একটি বৃত্তির নাম রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি) ও অপরটি ডেকিন ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ (ডিইউপিআরএস)। উভয় বৃত্তিই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

বৃত্তির সুযোগ-সুবিধা
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বছরে ৩৪ হাজার ৪০০ ডলার তহবিল দেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত স্থানান্তর ভাতা, ভিসার সময় স্বাস্থ্যভাতা, সম্পূর্ণ টিউশন ফি মুক্ত ও স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা তহবিল ও বিমানভাড়া দেওয়া হবে।

ডিগ্রির মেয়াদ
ডক্টরাল ডিগ্রির উপবৃত্তির জন্য নির্ধারিত সময় ৩ বছর এবং টিউশন ফি পরিশোধের জন্য নির্ধারিত সময় ৪ বছর। আর গবেষণা স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে উপবৃত্তি ও টিউশন ফি পরিশোধের জন্য সময় ২ বছর।

আবেদনের যোগ্যতা
অন্তত চার বছরের তৃতীয় শিক্ষা সম্পন্নকারী হতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে তৃতীয় শিক্ষা বলতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরবর্তী শিক্ষা, অর্থাৎ স্নাতক পর্যায় বোঝায়। প্রার্থী কমনওয়েলথ বা সমমানের থেকে অন্য কোনো বৃত্তি বা পুরস্কার গ্রহণ করতে পারবে না।

আবেদনের প্রক্রিয়া
শিক্ষার্থীদের আরটিপি ও ডিইউপিআরএস বৃত্তি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে। বৃত্তির আওতাভুক্ত নির্বাচন হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের পূর্ণ সময়ের শিক্ষার্থী হিসেবে তালিকাভুক্ত হবেন। ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড এডুকেশন, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট, ফ্যাকাল্টি অব হেলথ এবং ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার্স ম্যাটেরিয়ালসসহ প্রতিটি অনুষদ ও ইনস্টিটিউটে আবেদনের সময় আলাদা। আবেদন করার আগে একটি এক্সপ্রেশন অব ইন্টারেস্ট ফরম পূরণ করতে হবে। এ ছাড়া একজন সুপারভাইজার থেকে অনুমোদনপত্রের প্রয়োজন হতে পারে। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে

সূত্র: ডেকিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত