Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ে মৌখিক পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন

অধ্যাপক ফাহাদ জিয়া
Thumbnail image

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ‘ভাইভা’ বা মৌখিক পরীক্ষা খুব পরিচিত একটি বিষয়। প্রতিটি সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে কিংবা পরে শিক্ষার্থীদের এই পরীক্ষায় বসতে হয়। ভাইভা দেওয়ার অভিজ্ঞতা কর্মজীবনে সফল হতে সাহায্য করে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, উপস্থিত বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা যাচাই করা হয়। ভাইভা নিয়ে আরও পরামর্শ দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ফাহাদ জিয়া। 
  • ড্রেসকোড ঠিক রেখে আত্মবিশ্বাস নিয়ে ভাইভা বোর্ডে অংশগ্রহণ করুন। নাম ডাকার পর হুড়মুড়িয়ে কক্ষে না ঢুকে নম্রভাবে প্রবেশ করুন। 
  • পরীক্ষক বসতে বললে ‘ধন্যবাদ’ দিয়ে বসে পড়ুন। বসার সময় কোলের ওপর দুই হাত জড়ো করে বসুন। শিরদাঁড়া টান টান রাখুন। 
  • পরীক্ষকের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনুন এবং মনে মনে দ্রুত উত্তর ঠিক করুন। পরীক্ষকের প্রশ্ন করা শেষ হলে ‘টু দ্য পয়েন্টে’ উত্তর দিন। 
  • তথ্য-উপাত্তনির্ভর ঠিকঠাক উত্তর দিন। প্রশ্নের দৈর্ঘ্যের ওপর উত্তরের ধরন ঠিক করুন। 
  • হ্যাঁ বা না-বোধক প্রশ্নে উত্তর শুধু হ্যাঁ বা না-এর মধ্যে সীমাবদ্ধ না থেকে এক লাইনে উত্তর দিন। 
  • প্রতিটি প্রশ্নের উত্তরে যুক্তি দিন। যেমন পরীক্ষক কোনো সংজ্ঞা জিজ্ঞেস করলে শুধু মুখস্থ সংজ্ঞাটি না বলে, সে সংজ্ঞাটি বাস্তব জীবনে কীভাবে সম্পর্কিত, তা তুলে ধরুন। 
  • প্রশ্নের উত্তর দেওয়ার সময় চেহারা ভার বা মুখ করুণ করে রাখবেন না। হাসিমুখে উত্তর দিন। হাসিমুখ আপনার আত্মবিশ্বাস ফুটিয়ে তুলবে। 
  • উত্তর দিতে গিয়ে বিড়বিড় করবেন না। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে বলে দিন, দুঃখিত, স্যার। এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। 
  • অনেক পড়াশোনা করেছেন বলে আত্মগর্বে বলীয়ান হবেন না। আপনাকে অহংকারী হতে দেখলে পরীক্ষক অসন্তুষ্ট হতে পারেন। 
  • খুব উঁচু স্বরে বা নিচু গলায় উত্তর দেবেন না। কণ্ঠস্বর স্বাভাবিক রাখবেন। 
  • যে প্রশ্ন করা হবে, ঠিক সে প্রশ্নের উত্তর দিন। বাউন্ডারির বাইরে ছক্কা পেটাতে গিয়ে আউট হবেন না। 
  • ভেতরে নার্ভাস হলেও বাইরে তা বুঝতে দেবেন না। 
  • পরীক্ষা শেষ হলে নির্ভয়ে উঠে দাঁড়িয়ে, পরীক্ষকদের সালাম দিয়ে বিনয়ী ভঙ্গিতে কক্ষ থেকে বের হয়ে যান। 

মৌখিক পরীক্ষার অর্থ হচ্ছে, ওই সব বিষয় সম্পর্কে আপনি বাস্তব জ্ঞান কতটুকু অর্জন করতে পেরেছেন, সেটা যাচাই করা। সব প্রশ্নের উত্তর যে জানা থাকতে হবে, এটা কোনো শিক্ষকও আশা করেন না। কিন্তু যতটুকু আপনি জ্ঞান অর্জন করতে পেরেছেন, সেই জ্ঞানের যথাযথ মূল্যায়ন আপনি করতে পেরেছেন কি না, সেটি হচ্ছে মূল বিষয়। মৌখিক পরীক্ষার গুরুত্ব উপলব্ধি করে পরবর্তী জীবনে শিক্ষার সঠিক প্রয়োগ করা জানতে হবে। তবেই মৌখিক পরীক্ষার সার্থকতা পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত