Ajker Patrika

ছয় বছরের ফিলিস্তিনি শিশুকে ২৬ বার ছুরিকাঘাতে হত্যা 

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৮: ০৬
ছয় বছরের ফিলিস্তিনি শিশুকে ২৬ বার ছুরিকাঘাতে হত্যা 

যুক্তরাষ্ট্রে ছয় বছরের ফিলিস্তিনি এক শিশুকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ইসরায়েলে হামাসের আক্রমণের ক্ষোভ থেকে এ হামলা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ইলিনয় রাজ্যের উইল কাউন্টিতে গত শনিবার এ ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

পুলিশ বলছে, শিকাগো থেকে প্রায় ৪০ মাইল দূরে গত শনিবার এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি ওই শিশু ও এক নারীকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে তাঁদেরই বাড়িওয়ালা। তাঁকে গতকাল রোববার গেপ্তার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, হামলায় আহত ৩২ বছর বয়সী নারী শিশুটির মা।

ইলিনয়ের উইল কাউন্টি শেরিফ কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, শিশুটিকে ২৬ বার আঘাত করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তবে ওই নারী এবারের মতো বেঁচে যেতে পারেন।

গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে মুসলিম বিদ্বেষে তাঁদের ওপর হামলা চালান।

ভুক্তভোগীদের জাতীয়তা নিয়ে পুলিশ কোনো তথ্য না দিলেও শিকাগোর কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) শিশুটিকে ‘ফিলিস্তিনি-আমেরিকান’ হিসেবে পরিচয় দিয়েছে।

শেরিফের বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় ভুক্তভোগী নারী জরুরি সহায়তার ৯১১ নম্বরে ফোন করে বাড়িওয়ালা ৭১ বছর বয়সী জোসেফ জুবার বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। পুলিশ শোয়ার ঘর থেকে ওই দুজনকে উদ্ধার করে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মাথায় আঘাতসহ জুবাকে বাড়ির পাশে রাস্তায় বসে থাকতে দেখে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিদ্বেষের অপরাধে দুটি মামলা করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, ‘দুজনেরই বুকে ও শরীরের উপরিভাগে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের সময় শিশুটির পেট থেকে সামরিক ধাঁচে তৈরি সাত ইঞ্চি ব্লেডের ছুরি বের করা হয়।’ 

সিএআইআরের শিকাগো কার্যালয়ের প্রধান আহমেদ রিহাব শিশুটির বাবাকে পাঠানো ভুক্তভোগী নারীর বার্তা উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, ‘তিনি দরজায় কড়া নাড়েন এবং তাঁর শ্বাস রোধ করার চেষ্টা করেন। জুবা বলেন, ‘তোমাদের মুসলিমদের অবশ্যই মরতে হবে।’ 

এক বিবৃতিতে সিএআইআর বলেছে, ‘এ হামলা আমাদের জন্য সবচেয়ে খারাপ এক দুঃস্বপ্ন।’

শিশুটির হত্যাকাণ্ডকে ‘জঘন্য বিদ্বেষমূলক কাজ’ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ইসরায়েলে অতর্কিতে হামলা চালিয়ে হামাস অন্তত ১ হাজার ৪০০ নাগরিকের হত্যা করার পর গত রোববার ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। লাগাতার বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ২ হাজার ৬৭০ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক ফিলিস্তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত