যুক্তরাষ্ট্রে ছয় বছরের ফিলিস্তিনি এক শিশুকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ইসরায়েলে হামাসের আক্রমণের ক্ষোভ থেকে এ হামলা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ইলিনয় রাজ্যের উইল কাউন্টিতে গত শনিবার এ ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ বলছে, শিকাগো থেকে প্রায় ৪০ মাইল দূরে গত শনিবার এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি ওই শিশু ও এক নারীকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে তাঁদেরই বাড়িওয়ালা। তাঁকে গতকাল রোববার গেপ্তার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, হামলায় আহত ৩২ বছর বয়সী নারী শিশুটির মা।
ইলিনয়ের উইল কাউন্টি শেরিফ কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, শিশুটিকে ২৬ বার আঘাত করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তবে ওই নারী এবারের মতো বেঁচে যেতে পারেন।
গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে মুসলিম বিদ্বেষে তাঁদের ওপর হামলা চালান।
ভুক্তভোগীদের জাতীয়তা নিয়ে পুলিশ কোনো তথ্য না দিলেও শিকাগোর কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) শিশুটিকে ‘ফিলিস্তিনি-আমেরিকান’ হিসেবে পরিচয় দিয়েছে।
শেরিফের বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় ভুক্তভোগী নারী জরুরি সহায়তার ৯১১ নম্বরে ফোন করে বাড়িওয়ালা ৭১ বছর বয়সী জোসেফ জুবার বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। পুলিশ শোয়ার ঘর থেকে ওই দুজনকে উদ্ধার করে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মাথায় আঘাতসহ জুবাকে বাড়ির পাশে রাস্তায় বসে থাকতে দেখে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিদ্বেষের অপরাধে দুটি মামলা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘দুজনেরই বুকে ও শরীরের উপরিভাগে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের সময় শিশুটির পেট থেকে সামরিক ধাঁচে তৈরি সাত ইঞ্চি ব্লেডের ছুরি বের করা হয়।’
সিএআইআরের শিকাগো কার্যালয়ের প্রধান আহমেদ রিহাব শিশুটির বাবাকে পাঠানো ভুক্তভোগী নারীর বার্তা উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, ‘তিনি দরজায় কড়া নাড়েন এবং তাঁর শ্বাস রোধ করার চেষ্টা করেন। জুবা বলেন, ‘তোমাদের মুসলিমদের অবশ্যই মরতে হবে।’
এক বিবৃতিতে সিএআইআর বলেছে, ‘এ হামলা আমাদের জন্য সবচেয়ে খারাপ এক দুঃস্বপ্ন।’
শিশুটির হত্যাকাণ্ডকে ‘জঘন্য বিদ্বেষমূলক কাজ’ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ইসরায়েলে অতর্কিতে হামলা চালিয়ে হামাস অন্তত ১ হাজার ৪০০ নাগরিকের হত্যা করার পর গত রোববার ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। লাগাতার বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ২ হাজার ৬৭০ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক ফিলিস্তিনি।
যুক্তরাষ্ট্রে ছয় বছরের ফিলিস্তিনি এক শিশুকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ইসরায়েলে হামাসের আক্রমণের ক্ষোভ থেকে এ হামলা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ইলিনয় রাজ্যের উইল কাউন্টিতে গত শনিবার এ ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ বলছে, শিকাগো থেকে প্রায় ৪০ মাইল দূরে গত শনিবার এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি ওই শিশু ও এক নারীকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে তাঁদেরই বাড়িওয়ালা। তাঁকে গতকাল রোববার গেপ্তার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, হামলায় আহত ৩২ বছর বয়সী নারী শিশুটির মা।
ইলিনয়ের উইল কাউন্টি শেরিফ কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, শিশুটিকে ২৬ বার আঘাত করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তবে ওই নারী এবারের মতো বেঁচে যেতে পারেন।
গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে মুসলিম বিদ্বেষে তাঁদের ওপর হামলা চালান।
ভুক্তভোগীদের জাতীয়তা নিয়ে পুলিশ কোনো তথ্য না দিলেও শিকাগোর কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) শিশুটিকে ‘ফিলিস্তিনি-আমেরিকান’ হিসেবে পরিচয় দিয়েছে।
শেরিফের বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় ভুক্তভোগী নারী জরুরি সহায়তার ৯১১ নম্বরে ফোন করে বাড়িওয়ালা ৭১ বছর বয়সী জোসেফ জুবার বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। পুলিশ শোয়ার ঘর থেকে ওই দুজনকে উদ্ধার করে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মাথায় আঘাতসহ জুবাকে বাড়ির পাশে রাস্তায় বসে থাকতে দেখে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিদ্বেষের অপরাধে দুটি মামলা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘দুজনেরই বুকে ও শরীরের উপরিভাগে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের সময় শিশুটির পেট থেকে সামরিক ধাঁচে তৈরি সাত ইঞ্চি ব্লেডের ছুরি বের করা হয়।’
সিএআইআরের শিকাগো কার্যালয়ের প্রধান আহমেদ রিহাব শিশুটির বাবাকে পাঠানো ভুক্তভোগী নারীর বার্তা উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, ‘তিনি দরজায় কড়া নাড়েন এবং তাঁর শ্বাস রোধ করার চেষ্টা করেন। জুবা বলেন, ‘তোমাদের মুসলিমদের অবশ্যই মরতে হবে।’
এক বিবৃতিতে সিএআইআর বলেছে, ‘এ হামলা আমাদের জন্য সবচেয়ে খারাপ এক দুঃস্বপ্ন।’
শিশুটির হত্যাকাণ্ডকে ‘জঘন্য বিদ্বেষমূলক কাজ’ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ইসরায়েলে অতর্কিতে হামলা চালিয়ে হামাস অন্তত ১ হাজার ৪০০ নাগরিকের হত্যা করার পর গত রোববার ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। লাগাতার বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ২ হাজার ৬৭০ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক ফিলিস্তিনি।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫