Ajker Patrika

৪৪ লাখ ডলার মুক্তিপণ দিয়ে তবেই চালু হলো পাইপলাইন

আপডেট : ২০ মে ২০২১, ১৫: ৩১
৪৪ লাখ ডলার মুক্তিপণ দিয়ে তবেই চালু হলো পাইপলাইন

ঢাকা: হ্যাকারদের কবলে পড়ে কার্যক্রম পুরোপুরি থমকে গিয়েছিল যুক্তরাষ্ট্রের বৃহত্তম জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কলোনিয়াল পাইপলাইনের। অবশেষে ৪৪ লাখ ডলার মুক্তিপণ দিয়ে কার্যক্রমে ফিরেছে কোম্পানিটি।

কলোনিয়াল পাইপলাইনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কত দিন কার্যক্রম বন্ধ রাখতে হবে, এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় গত ৭ মে অর্থটি দেওয়ার অনুমোদন দেন তিনি।

ওই হ্যাকের ঘটনার পর গণমাধ্যমে দেওয়া প্রথম সাক্ষাৎকারে সিইও জোসেফ ব্লাউন্ট বলেন, ‘আমি জানি, এটি একটি অত্যন্ত বিতর্কিত এক সিদ্ধান্ত। কিন্তু এটা আমাদের করতে হয়েছে।’

কলোনিয়ান পাইপলাইন পূর্ব এবং দক্ষিণ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে অবস্থিত পরিশোনাগারগুলো থেকে ৫ হাজার ৫০০ মাইল পাইপলাইনের মাধ্যমে দৈনিক ২৫ লাখ ব্যারেল গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল এবং অন্যান্য পরিশোধিত জ্বালানি পরিবহন করে। কোম্পানির তথ্য অনুযায়ী, পূর্ব উপকূলের ডিজেল, পেট্রল এবং জেট জ্বালানির ৪৫ শতাংশই সরবরাহ করে তারা।

গত ৭ মে সাইবার হামলার বিষয়টি টের পাওয়ার পরে অধিকতর ক্ষতি এড়াতে কলোনিয়াল পাইপলাইন পুরো সিস্টেম বন্ধ করে দেয়। তারা একটি বিবৃতিতে বলে, তাদের এই পদক্ষেপের কারণে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। এ হামলা তাদের আইটি সিস্টেমকে প্রভাবিত করেছে।

ওই সময় একজন সাবেক সরকারি কর্মকর্তা এবং কলোনিয়ালের দুটি সূত্র জানায়, হ্যাকাররা সম্ভবত অত্যন্ত পেশাদার সাইবার অপরাধ গোষ্ঠী। 'ডার্কসাইড' নামে একটি হ্যাকার গ্রুপ এর জন্য দায়ী কি না, সাইবার সিকিউরিটি গবেষকদের মাধ্যমে তা খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য পরে হ্যাকার গ্রুপটি বিবৃতি দিয়ে এর দায় স্বীকার করে।

ডার্কসাইড রেনসমওয়্যার ছড়িয়ে দিয়ে মুক্তিপণ আদায়ের জন্য বেশ কুখ্যাত একটি হ্যাকার গ্রুপ।

সিইও ব্লাউন্ট ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, এই হামলার পেছনে রয়েছে হ্যাকার গ্রুপ ডার্কসাইড। এই গ্রুপের সঙ্গে এর আগে যেসব বিশেষজ্ঞ কাজ করেছিলেন, তাদের সঙ্গে আলোচনা করার পরেই মুক্তিপণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিপণের অর্থ দেওয়া হয়েছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মাধ্যমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত