প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার সুন্দরগঞ্জ নুরভানু বেগম (৩৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা–পুলিশ। ওই গ্রামের ধান খেতের পার্শ্বে থাকা ইউক্যালিপটাস গাছের গোড়ায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নুরভানু বেগম ওই এলাকার শাহেব আলীর মেয়ে ও রংপুর জেলার পীরগাছা উপজেলার রহমতের চর গ্রামের আব্দুর রশিদ মিয়ার দ্বিতীয় স্ত্রী। তাঁর একটি ছেলে সন্তানও রয়েছে বলে জানা যায়।
বুধবার সরেজমিনে দেখা যায়, মরদেহের চারপাশে আমনের কাঁদাযুক্ত ধান খেত। কিন্তু তাঁর শরীরে কোনো কাঁদা বা মাটির কোনো চিহ্ন নেই। ইউক্যালিপটাস গাছের গোড়ায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বলছেন ওই গাছে ফাঁস দেওয়ার মতো কোনো অবস্থা নেই। অন্য কোথাও মেরে তাঁকে এখানে আনা হয়েছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা বলছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি অন্য খাতে নিতে এ ব্যবস্থা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার দুপুরে নুরভানু বেগম তাঁর স্বামীর বাড়ি থেকে দুটি গরুসহ তাঁর বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে গরু দুটি তাঁর এক চাচাতো ভাইকে দেন। এরপর বাবার বাড়িতে আসেন ওই নারী। পরে বুধবার সকালে স্থানীয়রা ওই নারীর মরদেহ ওই গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ নুরভানু বেগমের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা আরও বলেন, তাঁর স্বামী বাড়িতে নেই। ফেনীতে তিনি রিকশা চালান। এ দিকে এ ঘটনার পর থেকে নুরভানু বেগমরে সেই চাচাতো ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের প্রকৃত কারণ জানা যায়নি। তবে তাঁর বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া অন্য কোনো চিহ্ন পাওয়া যায়নি তাঁর শরীরে। তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখতে এখানে পিবিআই আসতেছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ নুরভানু বেগম (৩৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা–পুলিশ। ওই গ্রামের ধান খেতের পার্শ্বে থাকা ইউক্যালিপটাস গাছের গোড়ায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নুরভানু বেগম ওই এলাকার শাহেব আলীর মেয়ে ও রংপুর জেলার পীরগাছা উপজেলার রহমতের চর গ্রামের আব্দুর রশিদ মিয়ার দ্বিতীয় স্ত্রী। তাঁর একটি ছেলে সন্তানও রয়েছে বলে জানা যায়।
বুধবার সরেজমিনে দেখা যায়, মরদেহের চারপাশে আমনের কাঁদাযুক্ত ধান খেত। কিন্তু তাঁর শরীরে কোনো কাঁদা বা মাটির কোনো চিহ্ন নেই। ইউক্যালিপটাস গাছের গোড়ায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বলছেন ওই গাছে ফাঁস দেওয়ার মতো কোনো অবস্থা নেই। অন্য কোথাও মেরে তাঁকে এখানে আনা হয়েছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা বলছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি অন্য খাতে নিতে এ ব্যবস্থা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার দুপুরে নুরভানু বেগম তাঁর স্বামীর বাড়ি থেকে দুটি গরুসহ তাঁর বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে গরু দুটি তাঁর এক চাচাতো ভাইকে দেন। এরপর বাবার বাড়িতে আসেন ওই নারী। পরে বুধবার সকালে স্থানীয়রা ওই নারীর মরদেহ ওই গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ নুরভানু বেগমের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা আরও বলেন, তাঁর স্বামী বাড়িতে নেই। ফেনীতে তিনি রিকশা চালান। এ দিকে এ ঘটনার পর থেকে নুরভানু বেগমরে সেই চাচাতো ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের প্রকৃত কারণ জানা যায়নি। তবে তাঁর বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া অন্য কোনো চিহ্ন পাওয়া যায়নি তাঁর শরীরে। তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখতে এখানে পিবিআই আসতেছে।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
১২ ঘণ্টা আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১০ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫