Ajker Patrika

লালমনিরহাটে ৩ জঙ্গির যাবজ্জীবন, একজনের ১৪ বছর কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে ৩ জঙ্গির যাবজ্জীবন, একজনের ১৪ বছর কারাদণ্ড

লালমনিরহাটে নাশকতা ও অস্ত্র মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে যাবজ্জীবন ও একজনকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল আদালত। আজ সোমবার (২১ নভেম্বর) সকালে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ বিচারক মিজানুর রহমান এ রায় দেন। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের নজরুল ইসলামের ছেলে শফিক ইসলাম, পার্শ্ববর্তী সাহেবডাঙ্গা গ্রামের লুৎফুর রহমানের ছেলে মো. আসাদুজ্জামান আপেল মিস্ত্রি ও কালীগঞ্জ উপজেলার মুশরত মদাতীর হাফিজুর রহমানের ছেলে মোখলেছুর রহমান। 

 ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, পাটগ্রাম উপজেলার মির্জারকোট (সরোরবাজার) এলাকার মজিবর রহমানের ছেলে তফিজুল ইসলাম। এ ছাড়া আলোচিত এই মামলায় অভিযুক্ত জাহিদ হোসেন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁর বিষয়টি শিশু আদালতে বিচারাধীন রয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের পাটগ্রামের এমএম প্লাজা মার্কেটের সঙ্গে একটি কাঠের ফার্নিচার দোকানে গোপনে বৈঠক করে জেএমবি সদস্যরা। এমন একটি গোপন সংবাদে রংপুর র‍্যাব-১৩ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি শুটারগান, গুলি, বিভিন্ন নামে জিহাদি বই ও লিফলেটসহ আসাদুজ্জামান ওরফে আপেল মিস্ত্রি, শফিক ইসলাম, মোখলেছুর রহমান ওরফে মোখলেছার রহমান, তফিজুল ইসলাম ও জাহিদ হোসেনকে আটক করা হয়। 

এ ঘটনায় ওই রাতেই রংপুর র‍্যাবে কর্মরত এসআই আসাদুজ্জামান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দিয়ে আটকদের থানা-পুলিশে সোপর্দ করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। 

রায়ের বর্ণনা দিয়ে লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, জেএমবি আসাদুজ্জামান ওরফে আপেল মিস্ত্রি, শফিক ইসলাম, মোখলেছুর রহমান ওরফে মোখলেছার রহমান ও তফিজুল ইসলামকে সন্ত্রাস বিরোধী আইনে ১৪ বছরসহ বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছড়া ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একই ঘটনায় গ্রেপ্তার হওয়া জেএমবি আসাদুজ্জামান ওরফে আপেল মিস্ত্রি, শফিক ইসলাম ও মোখলেছুর রহমান ওরফে মোখলেছার রহমান অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আসামিরা যত দিন হাজতে ছিলেন সেটি এই দণ্ড থেকে বাদ যাবে বলেও রায়ে আদালত উল্লেখ করেন বলে জানান পিপি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত