Ajker Patrika

খাজনা বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, ভূমি কর্মকর্তাকে বদলি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২০: ৩৬
খাজনা বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, ভূমি কর্মকর্তাকে বদলি

দিনাজপুরের বিরামপুর পৌর ভূমি সহকারী কর্মকর্তা জিয়াউর রহমানকে পাশের কাহারোল উপজেলায় বদলি করা হয়েছে। জোর-জুলুম করে ভূমি মালিকদের কাছ থেকে খাজনা বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে বদলি করা হয়। 

বিরামপুর পৌর এলাকার দেবীপুর ভালুকমারী গ্রামের সামসুদ্দিন সরকার জেলা দুর্নীতি দমন কার্যালয়, জেলা প্রশাসকসহ ৯টি দপ্তরে ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ভূমি সহকারী কর্মকর্তা জিয়াউর রহমান বিভিন্ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় বেআইনি কার্যকলাপে জড়িয়ে পড়েন। এ ছাড়া তিনি জোর-জুলুম করে ভূমির মালিকদের কাছ থেকে খাজনা বাবদ অতিরিক্ত টাকা আদায় এবং নিজ এলাকায় স্থানীয় ব্যক্তিদের কুপরামর্শ দিয়ে এলাকার শান্তিশৃঙ্খলা ভঙ্গ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে পৌর ভূমি সহকারী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অভিযোগের বিষয় খতিয়ে না দেখেই আমাকে দিনাজপুরের কাহারোল উপজেলায় বদলি করা হয়েছে।’ 

তাঁর বিষয়ে জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, অভিযোগকারী ও ভূমি সহকারী কর্মকর্তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দিনাজপুর জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত