Ajker Patrika

গাইবান্ধায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা) 
আপডেট : ১২ জুলাই ২০২১, ১১: ০৩
গাইবান্ধায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওরফে রকি (৩২)। এ সময় তাঁর বন্ধু সোহেল মিয়া (৩০) ও প্লাবন মিয়া (৩২) আহত হন।

রোববার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে এই হামলার ঘটনা ঘটে। আশিকুর রহমানের বাড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সৈদার রহমানের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশিকুর রহমান ২০১৫ সাল থেকে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি আজ রাত ৯টার দিকে বন্ধু প্লাবন ও সোহেলকে নিয়ে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। জেলা শহরের পূর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের পথ রোধ করে। আচমকা ধারালো অস্ত্র দিয়ে আশিকুর রহমানকে আঘাত করে তারা। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান এ খবর নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত