Ajker Patrika

স্কুলে নতুন বই আনতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী, অপহরণের অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
স্কুলে নতুন বই আনতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী, অপহরণের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে স্কুলে নতুন বই আনতে গিয়ে তিন ছাত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তারা উপজেলার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে।

গত শনিবার (১ ডিসেম্বর) উপজেলার মোকামতলা বন্দর থেকে ওই ছাত্রীরা নিখোঁজ হয়। এ ঘটনায় অপহরণের অভিযোগ এনে অভিভাবকেরা তিন যুবকের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। আজ সোমবার বিকেল পর্যন্ত তাদের সন্ধান পায়নি পুলিশ।

অভিযুক্ত যুবকেরা হলেন, উপজেলার মুরাদপুর গ্রামের সাকিল আহম্মেদ (২২), শংকরপুর গ্রামের রবিন শেখ (২৩) ও অভিরামপুর এলাকার জাবির ইসলাম (২২)।

স্থানীয়রা জানান, গত শনিবার নতুন শিক্ষাবর্ষের বই আনতে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তিন শিক্ষার্থী। এরপর থেকে তিনজনই নিখোঁজ।

এক অভিভাবক জানান, এলাকার বখাটে যুবকেরা মেয়েদের অপহরণ করে নিয়ে গেছে। মেয়েদের উদ্ধার চেয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আজ বিকেলে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘তিন ছাত্রীকে অপহরণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে একজনের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত