Ajker Patrika

নাটোরে নববিবাহিত পুত্রবধূকে ধর্ষণ, অভিযুক্ত শশুর গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৬: ৪৮
নাটোরে নববিবাহিত পুত্রবধূকে ধর্ষণ, অভিযুক্ত শশুর গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে নববিবাহিত পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনার ২০ ঘণ্টা পর অভিযুক্ত শাহিন খন্দকারকে (৪৫) সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

র‍্যাব অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত শাহিন খন্দকারের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়াইল গ্রাম। তাঁর ছেলে রিফাত খন্দকারসহ গুরুদাসপুরে একটি ইটভাটায় দিন মজুর হিসেবে কাজ করতেন। কাজ করার সুবাদে ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। এরই একপর্যায়ে ওই বাড়ির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত ১০ দিন আগে রিফাতের সঙ্গে তাঁর বিয়ে হয়। গত ১৩ মার্চ রাতে শাহিন খন্দকার তাঁর নববিবাহিত পুত্রবধূকে ঘুমন্ত অবস্থায় নিজের ঘরে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে তাঁর মা ওই ঘরে ছুটে গেলে শাহিন পালিয়ে যান। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

ওই মামলা দায়েরের পর র‍্যাব-৫ এর সদস্যরা শাহিন খন্দকারকে ধরতে অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একদল সদস্য মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে পলাতক শাহিন খন্দকারকে গ্রেপ্তার করে। 

মো. ফরহাদ হোসেন আরও জানান, আজ বুধবার দুপুরে তাঁকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত