Ajker Patrika

ভাই-ভাতিজাদের মারপিটে আহত বৃদ্ধের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
ভাই-ভাতিজাদের মারপিটে আহত বৃদ্ধের মৃত্যু

ছোট ভাই ও ভাতিজাদের মারপিটে গুরুতর আহত হওয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক বৃদ্ধ কৃষক মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত বৃদ্ধের নাম মো. আনসার (৬৫)। তিনি গোদাগাড়ী সদর ইউনিয়নের সাগুয়ান ঘুণ্টি গ্রামের বাসিন্দা।

আজ সোমবার রামেকের মর্গে ময়নাতদন্ত শেষে আনসারের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, গত ১০ এপ্রিল আনসারের বেগুন খেতে ঢুকে পড়েছিল তাঁর ছোট ভাই মো. একতারের একটি ছাগল। ইফতারের আগে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আনসার মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। একতারের পক্ষেরও দুজন আহত হন। সেদিন সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আনসার মারা গেছেন।

ওসি আরও জানান, আনসারকে মারপিটের ঘটনায় ১০ এপ্রিলই তাঁর ছেলে বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলাটিতেই এখন হত্যার ধারা যুক্ত হবে। ওই মামলার মোট আসামির মধ্যে সাতজন জামিনে আছেন। অন্য একজন পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত