Ajker Patrika

ট্রাক নিয়ে ছিনতাই: ২২ গরু উদ্ধার, আটক ৬

নাটোর প্রতিনিধি
ট্রাক নিয়ে ছিনতাই: ২২ গরু উদ্ধার, আটক ৬

নাটোর থেকে ছিনতাই হওয়া ২২টি গরু উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ টাকা ও তিনটি ট্রাক জব্দ করা হয়। 

আটকেরা হলেন—নাটোরের বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের ফজলে রাব্বি (২৬), বগুড়ার গাবতলী উপজেলার চকডমর গ্রামের সেকেন্দার আলী (৪০), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মির্জাপুর গ্রামের শিশির মণ্ডল (৩২) ও বাগগাড়ীপাড়ার মিন্টু ব্যাপারী (৪০), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওখাদা গ্রামের রাসেল ব্যাপারী (৩০) এবং মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের ফারুক হোসেন (৪০)। 

আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সাইফুর রহমান। 

পুলিশ সুপার বলেন, গত ২৯ আগস্ট মাঝরাতে পটুয়াখালীর কালাইহাট থেকে ১৩টি গরু কিনে নাটোর-পাবনা মহাসড়ক হয়ে সিরাজগঞ্জ যাচ্ছিলেন মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ী। বড়াইগ্রামের শিবপুর এলাকায় একদল ডাকাত গরু বোঝাই ট্রাককে তাঁদের ট্রাক দিয়ে গতিরোধ করে। এ সময় ওই ব্যবসায়ী ও তাঁর সঙ্গে থাকা লোকজনদের হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গরু বোঝাই ট্রাক ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। 

পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, গত ৫ সেপ্টেম্বর একই ধরনের আরেকটি ডাকাতি সংঘটিত হয়। এদিন মাঝরাতে কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী হাট থেকে ১০টি গরু কিনে একই এলাকা হয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন শাহিনুর ইসলাম। পথে কয়েনবাজার এলাকার ময়মনসিংহপাড়া গোরস্থানের সামনে একই কায়দায় একদল ডাকাত শাহিনুরসহ তাঁর লোকজনকে বেঁধে গরু বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়। 

এসপির দেওয়া তথ্য মতে, প্রযুক্তি ব্যবহার ও মাঠ পর্যায়ে নিবিড় তদন্তের মাধ্যমে ডাকাত চক্রের সদস্য ফজলে রাব্বিকে গত ১ সেপ্টেম্বর বড়াইগ্রামের বনপাড়া বাইপাস থেকে প্রথম আটক করা হয়। তার কাছ থেকে ১ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। গত ১৫ সেপ্টেম্বর নাটোরের লালপুর উপজেলায় চাঁনপুর গ্রামে অভিযান চালিয়ে সেকেন্দার আলীকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় সদস্য শিশির মণ্ডল, রাসেল ব্যাপারী, ফারুক হোসেন ও মিন্টু ব্যাপারীকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২২টি গরু উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি ঘটনায় লুণ্ঠিত দুটি ও ছিনতাইয়ের ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়। 

সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক, গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবু সাদাদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত