বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন রফিক খান ঝরু (৫০)। পুকুরে মাছের পোনা ছাড়া ও পরিচর্যা বাবদ পাঁচ লাখ টাকা খরচও করেছেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাঁর পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক রাতেই শেষ হয়ে গেছে স্বপ্ন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার খিদিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কৃষক উপজেলার উপলশহর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী রফিক খান ঝরুর দাবি, ছয় মাস আগে উপলশহর পূর্ব পাড়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আরশেদ আলীর চার বিঘা পুকুর পাঁচ বছরের জন্য পাঁচ লাখ টাকায় ইজারা নিয়ে মাছের চাষ শুরু করেন। পুকুরে টেংরা, রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন জাতের দেড় লাখ টাকার মাছের পোনা ছেড়েছেন। খাবারসহ পরিচর্যা বাবদ এরই মধ্যে পাঁচ লাখ টাকা খরচও হয়েছে তাঁর। রোববার সকালে পুকুরে গিয়ে মরা মাছ ভাসতে দেখেন। একই সময় পুকুরের পানিতে বিষযুক্ত দ্রব্যের আলামত দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব মাছ মরে ভেসে ওঠে।
রফিক খান আরও বলেন, `কিছুদিন পরেই মাছ বিক্রির উপযোগী হতো। বিক্রি করতে পারলে খরচ বাদে দুই লাখ টাকা লাভ হতো। এখন লাভ তো দূরের কথা ঋণ পরিশোধ করব কী করে। আমি তো কারও ক্ষতি করি নাই। আমার তো কোনো শত্রুতাও নেই। তাহলে কেন এমন কাজ করা হলো।'
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, `এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন রফিক খান ঝরু (৫০)। পুকুরে মাছের পোনা ছাড়া ও পরিচর্যা বাবদ পাঁচ লাখ টাকা খরচও করেছেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাঁর পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক রাতেই শেষ হয়ে গেছে স্বপ্ন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার খিদিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কৃষক উপজেলার উপলশহর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী রফিক খান ঝরুর দাবি, ছয় মাস আগে উপলশহর পূর্ব পাড়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আরশেদ আলীর চার বিঘা পুকুর পাঁচ বছরের জন্য পাঁচ লাখ টাকায় ইজারা নিয়ে মাছের চাষ শুরু করেন। পুকুরে টেংরা, রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন জাতের দেড় লাখ টাকার মাছের পোনা ছেড়েছেন। খাবারসহ পরিচর্যা বাবদ এরই মধ্যে পাঁচ লাখ টাকা খরচও হয়েছে তাঁর। রোববার সকালে পুকুরে গিয়ে মরা মাছ ভাসতে দেখেন। একই সময় পুকুরের পানিতে বিষযুক্ত দ্রব্যের আলামত দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব মাছ মরে ভেসে ওঠে।
রফিক খান আরও বলেন, `কিছুদিন পরেই মাছ বিক্রির উপযোগী হতো। বিক্রি করতে পারলে খরচ বাদে দুই লাখ টাকা লাভ হতো। এখন লাভ তো দূরের কথা ঋণ পরিশোধ করব কী করে। আমি তো কারও ক্ষতি করি নাই। আমার তো কোনো শত্রুতাও নেই। তাহলে কেন এমন কাজ করা হলো।'
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, `এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
১৮ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২২ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩১ জানুয়ারি ২০২৫