Ajker Patrika

বড়াইগ্রামে মাছের সঙ্গে শত্রুতা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৫: ১৮
বড়াইগ্রামে মাছের সঙ্গে শত্রুতা

বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন রফিক খান ঝরু (৫০)। পুকুরে মাছের পোনা ছাড়া ও পরিচর্যা বাবদ পাঁচ লাখ টাকা খরচও করেছেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাঁর পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক রাতেই শেষ হয়ে গেছে স্বপ্ন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার খিদিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কৃষক উপজেলার উপলশহর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী রফিক খান ঝরুর দাবি, ছয় মাস আগে উপলশহর পূর্ব পাড়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আরশেদ আলীর চার বিঘা পুকুর পাঁচ বছরের জন্য পাঁচ লাখ টাকায় ইজারা নিয়ে মাছের চাষ শুরু করেন। পুকুরে টেংরা, রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন জাতের দেড় লাখ টাকার মাছের পোনা ছেড়েছেন। খাবারসহ পরিচর্যা বাবদ এরই মধ্যে পাঁচ লাখ টাকা খরচও হয়েছে তাঁর। রোববার সকালে পুকুরে গিয়ে মরা মাছ ভাসতে দেখেন। একই সময় পুকুরের পানিতে বিষযুক্ত দ্রব্যের আলামত দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব মাছ মরে ভেসে ওঠে।

পুকুর থেকে তোলা হয়েছে মরা মাছ। ছবি: আজকের পত্রিকারফিক খান আরও বলেন, `কিছুদিন পরেই মাছ বিক্রির উপযোগী হতো। বিক্রি করতে পারলে খরচ বাদে দুই লাখ টাকা লাভ হতো। এখন লাভ তো দূরের কথা ঋণ পরিশোধ করব কী করে। আমি তো কারও ক্ষতি করি নাই। আমার তো কোনো শত্রুতাও নেই। তাহলে কেন এমন কাজ করা হলো।'

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, `এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত