নাটোর প্রতিনিধি
নাটোরের আধুনিক সদর হাসপাতাল থেকে নার্সের পোশাক পরে দুই দিন বয়সী এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নবজাতক চুরির বিষয়টি গুরুত্বসহ দেখা হচ্ছে। ইতিমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমানের স্ত্রী হাসনা হেনা বেগমের (২২) গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে প্রসব ব্যথা ওঠে। তখন স্বজনেরা তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
সকাল ১০টার দিকে একটি কন্যাসন্তান প্রসব করেন হাসনা হেনা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এক নারী নার্সের অ্যাপ্রোন পরে ওই শিশুটিকে চেকআপের কথা বলে ডাক্তারের কাছে নিয়ে যান। দীর্ঘ সময়েও না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু তাঁকে আর পাওয়া যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা জানায় কোনো চিকিৎসকের কাছে কোনো বাচ্চা নেওয়া হয়নি।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহফুজা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। শিশুটি হারিয়ে যাওয়ার পর বিষয়টি আমরা জানতে পারি।’
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করছে। আমরাও চাই এমন একটি ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। মা তার বাচ্চাকে ফিরে পাক।’
নাটোরের আধুনিক সদর হাসপাতাল থেকে নার্সের পোশাক পরে দুই দিন বয়সী এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নবজাতক চুরির বিষয়টি গুরুত্বসহ দেখা হচ্ছে। ইতিমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমানের স্ত্রী হাসনা হেনা বেগমের (২২) গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে প্রসব ব্যথা ওঠে। তখন স্বজনেরা তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
সকাল ১০টার দিকে একটি কন্যাসন্তান প্রসব করেন হাসনা হেনা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এক নারী নার্সের অ্যাপ্রোন পরে ওই শিশুটিকে চেকআপের কথা বলে ডাক্তারের কাছে নিয়ে যান। দীর্ঘ সময়েও না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু তাঁকে আর পাওয়া যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা জানায় কোনো চিকিৎসকের কাছে কোনো বাচ্চা নেওয়া হয়নি।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহফুজা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। শিশুটি হারিয়ে যাওয়ার পর বিষয়টি আমরা জানতে পারি।’
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করছে। আমরাও চাই এমন একটি ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। মা তার বাচ্চাকে ফিরে পাক।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৫ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৬ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৭ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২৪ দিন আগে