Ajker Patrika

পাবনায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
পাবনায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পাবনার গয়েশপুরে মাওলানা সাদেক আলী প্রামানিক (৬০) নামের এক মাদ্রাসা শিক্ষককে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকালে পুষ্পপাড়া কামিল মাদ্রাসার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

মাদ্রাসার কামিল বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, পুষ্পপাড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান, গভর্নিং বডির সহসভাপতি এনামুল হক, মাদ্রাসার ফাজিল বিভাগের ছাত্র খাইরুল ইসলাম, সাবেক শিক্ষার্থী সালমান ফার্সি, মো. হুজায়ফা, নিহত সাদেক আলীর মেয়ে সাদিয়া সিদ্দিকামহ প্রমুখ।

মানববন্ধনে সহকারী অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান বলেন, নিহত শিক্ষক সাদেক আলী একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক ছিলেন। মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের তিনি সন্তানের মতো করে দেখতেন। কোনো ছাত্র-শিক্ষকদের বিপদ হলে তিনি সবার আগে এগিয়ে আসতেন। শুধু তাই নয় এই অঞ্চলের কেউ কোনো বিপদে পড়লে তিনি সবার আগে সেখানে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। এলাকার বিবাদ মিটিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতেন।

গভর্নিং বডির সহসভাপতি এনামুল হক বলেন, ‘এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা তার জন্য ঠিকমতো মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। সে জন্য তাকে পূর্ব পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার পেছনে বড় ধরনের কোনো ইন্ধন রয়েছে। কারণ হত্যার কয়েক দিন পরেই হত্যাকারী রবিউলের ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ৬০ হাজার টাকা আসছে। তাহলে এসব টাকা কোন মহল তাকে দিল? এসব হত্যাকাণ্ডের ইন্ধনদাতাকে খুঁজে বের করতে প্রশাসনের নিকট আহ্বান জানাই।’

উল্লেখ্য, ২৬ এপ্রিল সকালে অভিযুক্ত রবিউলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন মাওলানা সাদেক আলী প্রামাণিক। এ সময় পাশের খড়ের পালায় লুকানো রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে রবিউল। এ সময় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২৮ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রবিউল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মাওলানা সাদেক আলী প্রামাণিক গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রামের তোরাব আলী প্রামাণিকের ছেলে ও পাবনার পুষ্পপাড়া কামিল মাদ্রাসার জীববিজ্ঞানের শিক্ষক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত