Ajker Patrika

২৭ লাখ টাকা নিয়ে উধাও আরডিআরএসের দুই কর্মকর্তা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ২০: ১২
২৭ লাখ টাকা নিয়ে উধাও আরডিআরএসের দুই কর্মকর্তা

২৭ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের দুই কর্মকর্তার বিরুদ্ধে। ওই দুই কর্মকর্তা হলেন আরডিআরএস বাংলাদেশের ধুনট শাখা ব্যবস্থাপক নজিবর রহমান (৪৩) এবং একই শাখার ক্ষুদ্রঋণ সংগঠক মেহেদি হাসান (২৭)।

এ ঘটনায় আরডিআরএসের আঞ্চলিক ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ) মিজানুর রহমান বাদী হয়ে বুধবার রাতে ধুনট থানায় দুই কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। 

নজিবর রহমান দিনাজপুরের বিরল উপজেলার পূর্ব মহেশপুর গ্রামের রুস্তম আলীর ছেলে এবং মেহেদি নওগাঁ সদরের চক রামচন্দ্রপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় ওই সংস্থার শাখা কার্যালয়ে চাকরি করতেন নজিবর রহমান ও মেহেদি হাসান। তাঁরা স্থানীয় শতাধিক নারীর কাছ থেকে আরডিআরএসে ভর্তির কথা বলে কৌশলে তাদের ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। এসব জাতীয় পরিচয়পত্র ও ছবি ব্যবহার করে এবং স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে গোপনে তাঁদের সংস্থার ভুয়া সদস্য করা হয়। এরপর ওই দুই কর্মকর্তা ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২৮ এপ্রিল পর্যন্ত ৮২ জন ভুয়া সদস্যর নামে সংস্থা থেকে ৩২ লাখ ১৫ হাজার টাকা ঋণ উত্তোলন করে নেন। 

এ দিকে, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখ ফাঁকি দেওয়ার জন্য কৌশলে ২০২২ সালের ২৮ এপ্রিল পর্যন্ত সংস্থা থেকে নেওয়া ঋণের ৯ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা পরিশোধ করেন ওই দুই কর্মকর্তা। ঋণের অবশিষ্ট ২৬ লাখ ৯৩ হাজার ২৪৩ টাকা পরিশোধ না করে মেহেদি হাসান ১২ এপ্রিল এবং নজিবর রহমান ৮ মে থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পরে সংস্থার অন্য কর্মকর্তারা ঋণের কিস্তির টাকা আদায় করতে সদস্যদের বাড়িতে গিয়ে দেখতে পান, যাঁদের নামে ঋণ উত্তোলন করা হয়েছে তাঁরা আদৌও ঋণের টাকা গ্রহণ করেননি। বর্তমানে ওই দুই কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন। তাঁদের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে জোসনা খাতুন, জহুরা বেগমসহ অনেকেই জানান, সংস্থার সদস্য করার কথা বলে দুই কর্মকর্তা জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়েছেন। কিন্তু তাঁরা সংস্থা থেকে ঋণ উত্তোলন করেননি। ওই দুই কর্মকর্তা পরে তাঁদের সঙ্গে আর যোগাযোগ করেননি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘অর্থ আত্মসাতের অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত