Ajker Patrika

নাটোরে শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরকীয়ার জেরে হত্যা

নাটোর প্রতিনিধি
নাটোরে শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরকীয়ার জেরে হত্যা

নাটোরের সদর উপজেলার হয়বৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়ার জেরে ফরহাদ খন্দকারকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজন ও এলাকাবাসীর। 

নিহত যুবকের নাম ফরহাদ খন্দকার (২৭)। তিনি সদর উপজেলার হয়বৎপুর এলাকার মৃত মোসলেম খন্দকারের ছেলে। ফরহাদ হয়বৎপুর বাজারের কাঁচামাল আড়তে শ্রমিকের কাজ করতেন।

আজ বুধবার বেলা ১১টায় বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারের পাশ থেকে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী বলছে, ফরহাদ খন্দকার হয়বৎপুর বাজারের একটি সবজি আড়তে শ্রমিকের কাজ করতেন। গতকাল মঙ্গলবারও তিনি আড়তে কাজ করেন। বুধবার সকালে বিদ্যালয়ের সামনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় তাঁরা রক্তাক্ত অবস্থায় ফরহাদের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ফরহাদকে হত্যা করে বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।

আক্কাস আলী নামের স্থানীয় এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় এক গৃহবধূর সঙ্গে ফরহাদের পরকীয়া সম্পর্ক ছিল। তাঁকে নিয়ে ফরহাদ পালিয়ে যান। এ নিয়ে কিছুদিন আগে এলাকায় ব্যাপক তোলপাড় হয়। পরকীয়ার জেরে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।’  

ফরহাদের স্ত্রী লুৎফুন্নাহার বেগমও তাঁর স্বামীর পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী বা তাঁর পরিবারের লোকজন এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত