পাকিস্তানে ভারী বর্ষণে অন্তত ২৯ জনের মৃত্যু
গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ২৯ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে আছে বেশ কয়েকটি রাস্তা। এ ছাড়া, ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যাও অনেক। ক্ষয়ক্ষতির পরিমাণ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেই বেশি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।