অনলাইন ডেস্ক
৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উদ্দেশে একটি চিঠি লিখবেন বলে জানিয়েছে তাঁর দল পিটিআই।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজ বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে দেখা করার পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর আলী খানসহ দলের নেতা আলী জাফর। তাঁরা আইএমএফের কাছে চিঠি পাঠাতে ইমরানের পরিকল্পনার কথা জানান।
আলী জাফর বলেন, ‘আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব ম্যান্ডেট রয়েছে এবং আইএমএফ চায় সুশাসন।’
আন্তর্জাতিক সংস্থাগুলো গণতান্ত্রিক অনুশীলনের অভাব থাকা দেশগুলোর সঙ্গে জড়িত হয় না দাবি করে জাফর আরও বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে, পাকিস্তানে জনগণের ভোট চুরি করা হয়েছে। চোরের আদেশে গণতন্ত্র চলতে পারে না। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যখন দেখে গণতন্ত্র নেই, তখন তারা ঋণ দেয় না।’
জাফর আরও বলেন, ‘আমরা পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আইএমএফকে অনুরোধ করেছি।’
এর আগে গত সোমবার আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি ‘ফিচ’ সতর্ক করেছিল—৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন এবং এর ফলে যে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা পাকিস্তানে আইএমএফের অর্থায়ন চুক্তিকে বাধাগ্রস্ত করতে পারে। এক দিন পর গত মঙ্গলবার পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খানও সতর্ক করেছিলেন—নির্বাচনের ফলাফল ফরম-৪৫ অনুযায়ী প্রকাশ করা না হলে বিষয়টি পাকিস্তানের আইএমএফের কর্মসূচিতে প্রভাব ফেলতে পারে।
সে সময় গহর বলেছিলেন, ‘আমদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। সঠিক ফলাফল অবশ্যই পাবলিক ম্যান্ডেটের অধীনে প্রকাশ করতে হবে।’
৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উদ্দেশে একটি চিঠি লিখবেন বলে জানিয়েছে তাঁর দল পিটিআই।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজ বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে দেখা করার পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর আলী খানসহ দলের নেতা আলী জাফর। তাঁরা আইএমএফের কাছে চিঠি পাঠাতে ইমরানের পরিকল্পনার কথা জানান।
আলী জাফর বলেন, ‘আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব ম্যান্ডেট রয়েছে এবং আইএমএফ চায় সুশাসন।’
আন্তর্জাতিক সংস্থাগুলো গণতান্ত্রিক অনুশীলনের অভাব থাকা দেশগুলোর সঙ্গে জড়িত হয় না দাবি করে জাফর আরও বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে, পাকিস্তানে জনগণের ভোট চুরি করা হয়েছে। চোরের আদেশে গণতন্ত্র চলতে পারে না। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যখন দেখে গণতন্ত্র নেই, তখন তারা ঋণ দেয় না।’
জাফর আরও বলেন, ‘আমরা পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আইএমএফকে অনুরোধ করেছি।’
এর আগে গত সোমবার আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি ‘ফিচ’ সতর্ক করেছিল—৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন এবং এর ফলে যে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা পাকিস্তানে আইএমএফের অর্থায়ন চুক্তিকে বাধাগ্রস্ত করতে পারে। এক দিন পর গত মঙ্গলবার পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খানও সতর্ক করেছিলেন—নির্বাচনের ফলাফল ফরম-৪৫ অনুযায়ী প্রকাশ করা না হলে বিষয়টি পাকিস্তানের আইএমএফের কর্মসূচিতে প্রভাব ফেলতে পারে।
সে সময় গহর বলেছিলেন, ‘আমদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। সঠিক ফলাফল অবশ্যই পাবলিক ম্যান্ডেটের অধীনে প্রকাশ করতে হবে।’
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকটি হ্যান্ডশেক এবং হাসির মাধ্যমে শুরু হলেও দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানে কূটনীতির প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলার পর।
১৯ মিনিট আগেআমরা নতুন বছর ২০২৫ সালে প্রবেশ করেছি। আর ঠিক এই সময়ে আমি পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে অস্থির ও কঠিন সময়গুলোর কথা ভাবছি। এক নির্জন-একাকী কারা কক্ষে বন্দী থেকে আমি দেখছি, কীভাবে আমার দেশ কঠোর স্বৈরশাসনের দখলে চলে গেছে। তবু, সব প্রতিকূলতার মাঝেও আমি পাকিস্তানি জনগণের দৃঢ় মনোবল ও ন্যায়বিচারের প্রতি...
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)—ভারত দেশটিতে বাংলাদেশ সংক্রান্ত কোনো আইনি মামলা দায়ের করেনি। সম্প্রতি সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তাঁর বিরুদ্ধে দেশ থেকে অর্থপাচার করে যুক্তরাজ্যে বিপুল পরিমাণ সম্পত্তি কেনার অভিযোগ উঠেছে। তবে আওয়ামী লীগের এই নেতা কেবল যুক্তরাজ্যে নয়, জমি কিনেছেন যুক্তরাষ্ট্রেও।
৩ ঘণ্টা আগে