Ajker Patrika

এবার ঘুষের মামলায় অভিযুক্ত ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৩৩
এবার ঘুষের মামলায় অভিযুক্ত ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর তৃতীয় স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আজ মঙ্গলবার নতুন আরেকটি অভিযোগ আমলে নিয়েছে দেশটির এক আদালত। ক্ষমতায় থাকাকালে ইমরান ও বুশরা বিবি ঘুষ হিসেবে জমি লিখে নেন বলে তাঁদের অভিযুক্ত করেছেন আদালত।

ইমরান খানের দল তেহরিক-ই-পাকিস্তানের (পিটিআই) এই অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে। দলটির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগ থেকেই ইমরান খানের ওপর নামছে একের পর এক মামলার ঘা। নির্বাচনে পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে থাকলেও বন্ধ হচ্ছে না তাঁর বিরুদ্ধে অভিযোগ আনার হিড়িক, তারই অংশ হিসেবে সর্বশেষ এই জমি লিখে নেওয়ার অভিযোগ আমলে নিল আদালত।

৭১ বছর বয়সী ইমরান খান গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি মামলায় প্রায় ১৪ বছর সাজাপ্রাপ্ত হয়েছেন। তবে পাকিস্তানের রাজনীতির এই লৌহমানব তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন।

ইমরান খান এ পর্যন্ত চারটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, যার মধ্যে দুটি দুর্নীতির ছিল; যা তাঁকে ১০ বছরের জন্য পাকিস্তানের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করেছে।

নিরাপত্তার কারণে কারাগারে তাঁর বিচার চলছে। পিটিআই বলেছে, এই দম্পতির বিরুদ্ধে আনীত অভিযোগ বানোয়াট, তাঁরা এর দায় স্বীকার করেননি।

পিটিআই সমর্থিত প্রার্থীরা এই মাসের শুরুর নির্বাচনে দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর সব প্রতিকূলতাকে উপেক্ষা করে সংসদে সর্বাধিকসংখ্যক আসন জিতেছে। পিটিআইকে নির্বাচনে নিষিদ্ধ করা হলে দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

তবে নির্বাচনে ইমরানের বিরোধী শরিফ ও ভুট্টোর রাজনৈতিক দল তুলনামূলক কমসংখ্যক আসন জিতলেও জোট সরকার গঠন করতে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে।

ইমরান-বুশরার বিরুদ্ধে আনীত সর্বশেষ অভিযোগটি আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত। ২০১৮ সালে ক্ষমতায় থাকাকালে ইমরান খান ও তাঁর তৃতীয় স্ত্রী বুশরা বিবি এই বেসরকারি কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত করেছিলেন।

প্রসিকিউটররা বলেছেন, ট্রাস্টটি ইমরান খানের পক্ষে রাজধানী ইসলামাবাদের বাইরের একটি জেলায় ৬০ একর (২৪ হেক্টর) জমি এবং রাজধানীতে তাঁর বাসভবনসংলগ্ন পাহাড়ের চূড়ার কাছে আরেকটি বড় জমি রিয়েল এস্টেট ডেভলপার মালিক রিয়াজ হুসেনের কাছ থেকে ঘুষ হিসেবে লিখে নিয়েছিল। রিয়াজ হুসেন পাকিস্তানের অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যবসায়ী।

গত বছরের শেষের দিকে রিয়াজ হুসেনকে এই দুর্নীতির অভিযোগের বিষয়ে আদালত সমন জারি করেছিল। তবে তিনি এ পর্যন্ত দেশটির দুর্নীতি দমন সংস্থায় হাজির হননি এবং যেকোনো ধরনের অন্যায় কাজে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

এক বিবৃতিতে পিটিআই বলেছে, কারাগারের মধ্যে বিচার করা ন্যায়বিচারকে গলা টিপে হত্যা করার নামান্তর। ইমরান খানকে আরও দীর্ঘসময় কারাবন্দী রাখার জন্য রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নতুন এই মামলা করা হয়েছে।

স্বাধীন হবার পর থেকে পাকিস্তানের কোনো নির্বাচিত সরকার পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি। ২০২২ সালে অনাস্থা ভোটে ইমরান খানও ক্ষমতাচ্যুত হন। তিনি এর পেছনে দেশটির সেনাবাহিনী জড়িত বলে অভিযোগ করে আসছেন এরপর থেকেই। তবে দেশটির সেনাবাহিনী অভিযোগ অস্বীকার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত