পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর বিরুদ্ধে জোট গঠন না করে শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করেনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ কারণে প্রধানমন্ত্রী হয়ে শাহবাজ শরিফের উচিত ইমরানের দলকে ধন্যবাদ দেওয়া। এ কথা বলেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
পাকিস্তানে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত পিপিপির এক নেতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গতকাল শনিবার করাচির ওরাঙ্গি টাউন এলাকায় যান বিলাওয়াল। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
বিলাওয়াল বলেন, পিপিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথ আটকে রাখতে পারত পিটিআই। কিন্তু তারা সেটা করেনি।
শাহবাজ শরিফ আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেই মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বিলাওয়াল ভুট্টো। পিপিপির এই চেয়ারম্যান বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান হয়তো শাহবাজের বিরুদ্ধে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই দলকেই বেছে নেব, যারা কেন্দ্রে পরবর্তী সরকার গঠনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল।’
পিপিপি এবং পিএমএল-এন সমঝোতায় এসেছে যে, বিলাওয়ালের নেতৃত্বাধীন দল অন্যান্য শীর্ষ পদ পেলে শাহবাজকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানাতে প্রস্তুত থাকবে। তবে পিপিপি ফেডারেল মন্ত্রিসভার অংশ হবে না।
গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সারা দেশে ব্যাপক কারচুপি হয়েছে—এমনটি উল্লেখ্য করে পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ইমরান খান চিঠি দিয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন-ভিত্তিক গণমাধ্যম পলিটিকো। সে প্রসঙ্গে বিলাওয়াল বলেন, ‘চিঠিটির কোনো গুরুত্ব নেই। তবে এটি পিটিআইয়ের আসল চেহারা জাতির সামনে প্রকাশ করবে।’
নির্বাচনে কারচুপির প্রতিবাদে দেশব্যাপী চলমান বিক্ষোভ প্রসঙ্গে পিপিপির প্রধান বলেছেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ করে তাদের ব্ল্যাকমেল করতে পারবে না। যে দলগুলো কারচুপি ছাড়া নির্বাচনে জিততে পারে না, তারা আজ কোনো শক্ত প্রমাণ না দিয়েই নির্বাচনী কারচুপির প্রতিবাদ করছে।’
আন্দোলনরত দলগুলোকে তাদের কারচুপির অভিযোগের সমাধানের জন্য আইনি ফোরামে যেতে বলেছেন বিলাওয়াল ভুট্টো।
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর বিরুদ্ধে জোট গঠন না করে শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করেনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ কারণে প্রধানমন্ত্রী হয়ে শাহবাজ শরিফের উচিত ইমরানের দলকে ধন্যবাদ দেওয়া। এ কথা বলেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
পাকিস্তানে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত পিপিপির এক নেতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গতকাল শনিবার করাচির ওরাঙ্গি টাউন এলাকায় যান বিলাওয়াল। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
বিলাওয়াল বলেন, পিপিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথ আটকে রাখতে পারত পিটিআই। কিন্তু তারা সেটা করেনি।
শাহবাজ শরিফ আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেই মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বিলাওয়াল ভুট্টো। পিপিপির এই চেয়ারম্যান বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান হয়তো শাহবাজের বিরুদ্ধে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই দলকেই বেছে নেব, যারা কেন্দ্রে পরবর্তী সরকার গঠনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল।’
পিপিপি এবং পিএমএল-এন সমঝোতায় এসেছে যে, বিলাওয়ালের নেতৃত্বাধীন দল অন্যান্য শীর্ষ পদ পেলে শাহবাজকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানাতে প্রস্তুত থাকবে। তবে পিপিপি ফেডারেল মন্ত্রিসভার অংশ হবে না।
গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সারা দেশে ব্যাপক কারচুপি হয়েছে—এমনটি উল্লেখ্য করে পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ইমরান খান চিঠি দিয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন-ভিত্তিক গণমাধ্যম পলিটিকো। সে প্রসঙ্গে বিলাওয়াল বলেন, ‘চিঠিটির কোনো গুরুত্ব নেই। তবে এটি পিটিআইয়ের আসল চেহারা জাতির সামনে প্রকাশ করবে।’
নির্বাচনে কারচুপির প্রতিবাদে দেশব্যাপী চলমান বিক্ষোভ প্রসঙ্গে পিপিপির প্রধান বলেছেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ করে তাদের ব্ল্যাকমেল করতে পারবে না। যে দলগুলো কারচুপি ছাড়া নির্বাচনে জিততে পারে না, তারা আজ কোনো শক্ত প্রমাণ না দিয়েই নির্বাচনী কারচুপির প্রতিবাদ করছে।’
আন্দোলনরত দলগুলোকে তাদের কারচুপির অভিযোগের সমাধানের জন্য আইনি ফোরামে যেতে বলেছেন বিলাওয়াল ভুট্টো।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৭ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে