দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে পরাজিত করে পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
আজ শনিবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে বলে, স্থানীয় সময় সকাল ১০টায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদ এবং সবগুলো প্রাদেশিক পরিষদে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদ ও চার প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যদের ইলেকটোরাল কলেজের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
ক্ষমতাসীন জোটের প্রার্থী আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট নির্বাচনে পেয়েছেন ২৫৫টি ইলেকটোরাল ভোট। পিটিআই-সমর্থিত এসআইসি প্রার্থী মাহমুদ খান আচাকজাই জাতীয় পরিষদ এবং সিনেট নিয়ে গঠিত পার্লামেন্টে ১১৯ ভোট পেয়েছেন। পার্লামেন্টে খারিজ হয়েছে মাত্র একটি ভোট।
পাঞ্জাব প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আসিফ। অন্যদিকে শুধু খাইবার পাখতুনখাওয়াতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আচাকজাই।
পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসিফ আলী জারদারিকে সমর্থন দিয়েছে। জোটের শরিকেরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় আগেই ধারণা করা হয়েছিল যে আসিফ আলী জারদারিই হবেন পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট।
অন্যদিকে, পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান আচাকজাই সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দলটির সঙ্গে যোগ দিয়েছিলেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।
আসিফ আলী জারদারি বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভীর স্থলাভিষিক্ত হবেন। গত বছর আরিফ আলভীর প্রেসিডেন্ট মেয়াদের সময়সীমা শেষ হয়ে যায়। তবে প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজ গঠিত না হওয়ায় তিনি আরও এক বছর এ দায়িত্ব পালন করেন।
এর আগে জারদারি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিই পাকিস্তানের প্রথম বেসামরিক ব্যক্তি যিনি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে পরাজিত করে পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
আজ শনিবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে বলে, স্থানীয় সময় সকাল ১০টায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদ এবং সবগুলো প্রাদেশিক পরিষদে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদ ও চার প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যদের ইলেকটোরাল কলেজের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
ক্ষমতাসীন জোটের প্রার্থী আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট নির্বাচনে পেয়েছেন ২৫৫টি ইলেকটোরাল ভোট। পিটিআই-সমর্থিত এসআইসি প্রার্থী মাহমুদ খান আচাকজাই জাতীয় পরিষদ এবং সিনেট নিয়ে গঠিত পার্লামেন্টে ১১৯ ভোট পেয়েছেন। পার্লামেন্টে খারিজ হয়েছে মাত্র একটি ভোট।
পাঞ্জাব প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আসিফ। অন্যদিকে শুধু খাইবার পাখতুনখাওয়াতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আচাকজাই।
পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসিফ আলী জারদারিকে সমর্থন দিয়েছে। জোটের শরিকেরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় আগেই ধারণা করা হয়েছিল যে আসিফ আলী জারদারিই হবেন পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট।
অন্যদিকে, পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান আচাকজাই সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দলটির সঙ্গে যোগ দিয়েছিলেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।
আসিফ আলী জারদারি বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভীর স্থলাভিষিক্ত হবেন। গত বছর আরিফ আলভীর প্রেসিডেন্ট মেয়াদের সময়সীমা শেষ হয়ে যায়। তবে প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজ গঠিত না হওয়ায় তিনি আরও এক বছর এ দায়িত্ব পালন করেন।
এর আগে জারদারি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিই পাকিস্তানের প্রথম বেসামরিক ব্যক্তি যিনি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশের ওপর যে শুল্ক আরোপ হতে যাচ্ছে তার সর্বনিম্ন হার হবে ১৫ শতাংশ। এই বিষয়টি ইঙ্গিত দেয় যে, ট্রাম্প পাল্টাপাল্টি শুল্ক হার নির্ধারণ করার সময় সর্বনিম্ন সীমা ১৫ শতাংশের নিচে নামবেন না, যা শুল্কের নিম্নসীমা বাড়ার ইঙ্
৩ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের শর্ত জানিয়েছে মস্কো। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, শান্তিচুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের
২৭ মিনিট আগেফের উত্তেজিত থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত। বিতর্কিত তা মোন থম মন্দির ঘিরে আরেক দফা সংঘর্ষে জড়িয়েছে দুই দেশের সেনারা। এ ঘটনায় থাইল্যান্ডের দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দুই সেনাসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার, স্থানীয় সময় সকালে উত্তর-পশ্চিম কম্বোডিয়ার ওদ্দার মিনচেই প্রদেশে এ ঘটনা ঘটেছে।
৩১ মিনিট আগেবাংলাভাষীদের নাগরিকত্ব নিয়ে ফের বিতর্কের মুখে ভারত। হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে অন্তত ৫২ বাঙালি শ্রমিককে তথাকথিত ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করে স্থানীয় একটি কমিউনিটি হলে অস্থায়ী বন্দীশিবিরে রাখা হয়েছে। অথচ তাদের মধ্যে বেশির ভাগই ভারতের বৈধ নাগরিক। তাদের কাছে থাকা নথি অনুসারে, তারা পশ্চিমবঙ্গ ও আসামের বাস
৪৪ মিনিট আগে