Ajker Patrika

পূর্বধলায় স্কুলছাত্র রেজাউল হত্যা: পলাতক ২ আসামি গ্রেপ্তার 

নেত্রকোনা প্রতিনিধি
পূর্বধলায় স্কুলছাত্র রেজাউল হত্যা: পলাতক ২ আসামি গ্রেপ্তার 

নেত্রকোনার পূর্বধলায় স্কুলছাত্র মো. রেজাউল করিম (১৭) হত্যা মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার দুপুরে তাঁদের পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ফুলপুর ও নেত্রকোনার পূর্বধলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার র‍্যাব–১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার দুজন হলেন, পূর্বধলা উপজেলার বুধি (পশ্চিম পাড়া) গ্রামের মোনায়েম তালুকদার (৪০) ও মো. এরশাদুল ইসলাম (৩০)। 

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর সকালে জেলার পূর্বধলায় বুধী গ্রামে উপজেলা ছাত্রলীগের সহ–সভাপতি রোমান ও তাঁর লোকজন একটি ফসলি জমি থেকে খননযন্ত্র দিয়ে মাটি কাটছিলেন। এতে জমির মালিক হাকিম ও তাঁর ভাতিজা স্কুলছাত্র রেজাউল ইসলাম টিটু বাধা দেয়। এতে রোমান ও তাঁর পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে হাকিম ও টিটুর ওপর হামলা চালায়। একপর্যায়ে বেধড়ক মারধরে টিটুকে হত্যা করে পালিয়ে যায় রোমান ও তাঁর লোকজন। 

এ ঘটনায় পরদিন নিহত টিটুর মা আয়েশা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এতে রোমান ও তাঁর চাচাসহ নয়জনকে আসামি করা হয়। 

ঘটনার পরপরই রোমানের চাচা মঞ্জুরুল তালুকদার (৫০) ও আরেক চাচাতো ভাই আশরাফুল ইসলাম তালুকদারকে (১৯) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। তবে রোমানসহ অন্য আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। 

এদিকে পলাতক আসামিদের গতিবিধি অনুসরণ করে র‍্যাব। তাঁদের অবস্থান শনাক্ত করে র‍্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে পূর্বধলা থেকে এরশাদুল ইসলাম ও ময়মনসিংহের ফুলপুর থেকে মোনায়েম তালুকদারকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, আজ শুক্রবার দুপুরে তাঁদের পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে মামলায় নয়জন আসামির মধ্যে চারজন গ্রেপ্তার হয়েছে। রোমানসহ বাকি পাঁচজন পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত