সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা পৌরসভার মেহেদীবাগে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামী রবিউল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম আজ রোববার এক জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। রায় শুনে আসামি তীব্র চিৎকারে কেঁদে ওঠেন।
ssss
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম সাতক্ষীরা শহরের পূর্ব মেহেদীবাগের বেলাল গাজীর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালে যশোরের কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের শহীদুল ইসলামের মেয়ে রাবেয়া খাতুনের সঙ্গে সাতক্ষীরা শহরের পূর্ব মেহেদীবাগের রবিউল ইসলাম গাজীর বিয়ে হয়। বিয়ের সময় জামাতাকে টাকা, সোনার গয়না, আসবাবপত্রসহ তিন লাখ টাকার জিনিসপত্র দেওয়া হয়।
বিয়ের এক বছর না যেতেই রবিউল ও তাঁর পরিবারের সদস্যরা রাবেয়াকে বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক আনতে বলে। তাতে অপারগতা প্রকাশ করায় রাবেয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
একপর্যায়ে শহীদুল ইসলাম ৭০ হাজার টাকা দিয়ে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠান। কিন্তু বাকি ৩০ হাজার টাকার দাবিতে রাবেয়াকে ২০১৪ সালের ৬ জুন সন্ধ্যায় রবিউল ও তাঁর পরিবারের সদস্যরা শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান বেলাল গাজী।
পরদিন রাবেয়ার বাবা শহীদুল ইসলাম বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ সালের ১১ (ক) / ৩০ ধারায় সদর থানায় মামলা করেন। মামলায় জামাতা রবিউল ইসলাম, তাঁর বাবা বেলাল গাজী, মা রোকেয়া বেগম, ভাই হাসান ও বোন আসমা খাতুনকে আসামি করা হয়।
আসামি রবিউল ইসলাম ২০১৪ সালের ৮ জুন জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিমুল কুমার বিশ্বাসের কাছে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) তানভির হোসেন ওই বছরের ১৭ নভেম্বর আদালতে এজাহারভুক্ত পাঁছজনের নামে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার নথি ও ১৩ জন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা শেষে আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে স্ত্রী রাবেয়াকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এম জি আযম তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন। একই আদেশে চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম হায়দার আলী বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে ফাঁসির আদেশে আসামিপক্ষ খুশি নয়। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
তবে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বলেন, মামলার রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।
সাতক্ষীরা পৌরসভার মেহেদীবাগে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামী রবিউল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম আজ রোববার এক জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। রায় শুনে আসামি তীব্র চিৎকারে কেঁদে ওঠেন।
ssss
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম সাতক্ষীরা শহরের পূর্ব মেহেদীবাগের বেলাল গাজীর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালে যশোরের কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের শহীদুল ইসলামের মেয়ে রাবেয়া খাতুনের সঙ্গে সাতক্ষীরা শহরের পূর্ব মেহেদীবাগের রবিউল ইসলাম গাজীর বিয়ে হয়। বিয়ের সময় জামাতাকে টাকা, সোনার গয়না, আসবাবপত্রসহ তিন লাখ টাকার জিনিসপত্র দেওয়া হয়।
বিয়ের এক বছর না যেতেই রবিউল ও তাঁর পরিবারের সদস্যরা রাবেয়াকে বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক আনতে বলে। তাতে অপারগতা প্রকাশ করায় রাবেয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
একপর্যায়ে শহীদুল ইসলাম ৭০ হাজার টাকা দিয়ে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠান। কিন্তু বাকি ৩০ হাজার টাকার দাবিতে রাবেয়াকে ২০১৪ সালের ৬ জুন সন্ধ্যায় রবিউল ও তাঁর পরিবারের সদস্যরা শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান বেলাল গাজী।
পরদিন রাবেয়ার বাবা শহীদুল ইসলাম বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ সালের ১১ (ক) / ৩০ ধারায় সদর থানায় মামলা করেন। মামলায় জামাতা রবিউল ইসলাম, তাঁর বাবা বেলাল গাজী, মা রোকেয়া বেগম, ভাই হাসান ও বোন আসমা খাতুনকে আসামি করা হয়।
আসামি রবিউল ইসলাম ২০১৪ সালের ৮ জুন জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিমুল কুমার বিশ্বাসের কাছে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) তানভির হোসেন ওই বছরের ১৭ নভেম্বর আদালতে এজাহারভুক্ত পাঁছজনের নামে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার নথি ও ১৩ জন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা শেষে আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে স্ত্রী রাবেয়াকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এম জি আযম তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন। একই আদেশে চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম হায়দার আলী বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে ফাঁসির আদেশে আসামিপক্ষ খুশি নয়। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
তবে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বলেন, মামলার রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫