Ajker Patrika

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি গ্রামের মাঠপাড়ার বাশার মোল্লা (৫৮) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত বাশার মোল্লা মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।

নিহতের ছেলে সালাউদ্দীন ও প্রত্যক্ষদর্শী আবির হোসেন জানান, আমঝুপি-ইসলামনগর সড়কের মাঠপাড়ায় ইট ও বালি দিয়ে একটি ডিভাইডার তৈরি করে গ্রামবাসী। যাতে এখানে কেউ দুর্ঘটনার শিকার না হয়। বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়ক দিয়ে স্যালোইঞ্জিনচালিত একটি গাড়িতে কোমল পানিয় নিয়ে যাচ্ছিল স্পিড কোম্পানির ডেলিভারিম্যানসহ চালক। এ সময় ওই স্থানে থাকা চায়ের দোকানদার সালাউদ্দীনের সঙ্গে ডিভাইডার নিয়ে বাগ্‌বিতণ্ডা হয় তাঁদের। পরে সেখান থেকে ইসলামনগরের উদ্দেশ্যে চলে যায় তাঁরা। দুপুরে ফেরার পথে ইসলামনগর থেকে ১০ / ১২ জন মানুষকে নিয়ে ঘটনাস্থলে আবারও ফিরে আসেন তাঁরা। এসে সেই দোকানদারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় দোকানদার সালাউদ্দীনের বাবা বাশার মোল্লা বাধা দিতে আসলে তাঁকে রড দিয়ে পিটিয়ে জখম করে তাঁরা। পরে বাশার মোল্লা মাটিতে লুটিয়ে পড়েন। তারপরও তাঁরা রড দিয়ে পেটাতে থাকে। এলাকাবাসী ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। বাশার মোল্লাকে এলাকাবাসী উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

সালাউদ্দীন আরও বলেন, যে ১০ / ১২ জন তাঁদের ওপর হামলা করেছে তাঁদের কাউকেই চিনতে পারেননি। তবে তাঁরা দিঘীরপাড়ার বাসিন্দা ও পল্লিবিদ্যুতের শ্রমিক বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তবে কোমল পানীয় স্পিডের যারা ডিলার তাঁদের কাছ থেকে হামলাকারীদের নাম জানা যাবে। বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান, নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাঁদের নামের তালিকা তৈরি করে দ্রুত আটকের চেষ্টা চলছে। তবে কয়েকজনের নাম জানতে পেরেছি বলে জানান ওসি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত