মেহেরপুর প্রতিনিধি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি গ্রামের মাঠপাড়ার বাশার মোল্লা (৫৮) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বাশার মোল্লা মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।
নিহতের ছেলে সালাউদ্দীন ও প্রত্যক্ষদর্শী আবির হোসেন জানান, আমঝুপি-ইসলামনগর সড়কের মাঠপাড়ায় ইট ও বালি দিয়ে একটি ডিভাইডার তৈরি করে গ্রামবাসী। যাতে এখানে কেউ দুর্ঘটনার শিকার না হয়। বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়ক দিয়ে স্যালোইঞ্জিনচালিত একটি গাড়িতে কোমল পানিয় নিয়ে যাচ্ছিল স্পিড কোম্পানির ডেলিভারিম্যানসহ চালক। এ সময় ওই স্থানে থাকা চায়ের দোকানদার সালাউদ্দীনের সঙ্গে ডিভাইডার নিয়ে বাগ্বিতণ্ডা হয় তাঁদের। পরে সেখান থেকে ইসলামনগরের উদ্দেশ্যে চলে যায় তাঁরা। দুপুরে ফেরার পথে ইসলামনগর থেকে ১০ / ১২ জন মানুষকে নিয়ে ঘটনাস্থলে আবারও ফিরে আসেন তাঁরা। এসে সেই দোকানদারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় দোকানদার সালাউদ্দীনের বাবা বাশার মোল্লা বাধা দিতে আসলে তাঁকে রড দিয়ে পিটিয়ে জখম করে তাঁরা। পরে বাশার মোল্লা মাটিতে লুটিয়ে পড়েন। তারপরও তাঁরা রড দিয়ে পেটাতে থাকে। এলাকাবাসী ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। বাশার মোল্লাকে এলাকাবাসী উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সালাউদ্দীন আরও বলেন, যে ১০ / ১২ জন তাঁদের ওপর হামলা করেছে তাঁদের কাউকেই চিনতে পারেননি। তবে তাঁরা দিঘীরপাড়ার বাসিন্দা ও পল্লিবিদ্যুতের শ্রমিক বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তবে কোমল পানীয় স্পিডের যারা ডিলার তাঁদের কাছ থেকে হামলাকারীদের নাম জানা যাবে। বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান, নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাঁদের নামের তালিকা তৈরি করে দ্রুত আটকের চেষ্টা চলছে। তবে কয়েকজনের নাম জানতে পেরেছি বলে জানান ওসি।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি গ্রামের মাঠপাড়ার বাশার মোল্লা (৫৮) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বাশার মোল্লা মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।
নিহতের ছেলে সালাউদ্দীন ও প্রত্যক্ষদর্শী আবির হোসেন জানান, আমঝুপি-ইসলামনগর সড়কের মাঠপাড়ায় ইট ও বালি দিয়ে একটি ডিভাইডার তৈরি করে গ্রামবাসী। যাতে এখানে কেউ দুর্ঘটনার শিকার না হয়। বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়ক দিয়ে স্যালোইঞ্জিনচালিত একটি গাড়িতে কোমল পানিয় নিয়ে যাচ্ছিল স্পিড কোম্পানির ডেলিভারিম্যানসহ চালক। এ সময় ওই স্থানে থাকা চায়ের দোকানদার সালাউদ্দীনের সঙ্গে ডিভাইডার নিয়ে বাগ্বিতণ্ডা হয় তাঁদের। পরে সেখান থেকে ইসলামনগরের উদ্দেশ্যে চলে যায় তাঁরা। দুপুরে ফেরার পথে ইসলামনগর থেকে ১০ / ১২ জন মানুষকে নিয়ে ঘটনাস্থলে আবারও ফিরে আসেন তাঁরা। এসে সেই দোকানদারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় দোকানদার সালাউদ্দীনের বাবা বাশার মোল্লা বাধা দিতে আসলে তাঁকে রড দিয়ে পিটিয়ে জখম করে তাঁরা। পরে বাশার মোল্লা মাটিতে লুটিয়ে পড়েন। তারপরও তাঁরা রড দিয়ে পেটাতে থাকে। এলাকাবাসী ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। বাশার মোল্লাকে এলাকাবাসী উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সালাউদ্দীন আরও বলেন, যে ১০ / ১২ জন তাঁদের ওপর হামলা করেছে তাঁদের কাউকেই চিনতে পারেননি। তবে তাঁরা দিঘীরপাড়ার বাসিন্দা ও পল্লিবিদ্যুতের শ্রমিক বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তবে কোমল পানীয় স্পিডের যারা ডিলার তাঁদের কাছ থেকে হামলাকারীদের নাম জানা যাবে। বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান, নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাঁদের নামের তালিকা তৈরি করে দ্রুত আটকের চেষ্টা চলছে। তবে কয়েকজনের নাম জানতে পেরেছি বলে জানান ওসি।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৪ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২০ দিন আগে