দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলার ১৪টি কিশোর-কিশোরী ক্লাবের নাস্তার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২ মার্চ কিশোর-কিশোরী ক্লাব বাস্তবায়ন প্রকল্পের পরিচালক জয়ন্ত কুমার শিকদার স্বাক্ষরিত পত্রে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর-কিশোরী ক্লাব বাস্তবায়ন প্রকল্পের আওতায় দৌলতপুর উপজেলার ১৪টি ক্লাবে গত জানুয়ারি মাসে কোনো নাস্তা দেওয়া হয়নি। সে হিসাবে প্রতিটি ক্লাবে ৩৫ জন করে কিশোর-কিশোরীর নাস্তা বাবদ জনপ্রতি ৩০ টাকা করে সর্বমোট ১ লাখ ১৭ হাজার ৬০০ টাকা আত্মসাত করা হয়েছে। অভিযোগ উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুনের বিরুদ্ধে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়নের জেন্ডার প্রমোটাররা মহিলাবিষয়ক কর্মকর্তাকে বারবার বললেও মহিলাবিষয়ক কর্মকর্তা কর্ণপাত করেননি। পরে তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন নাস্তার টাকা আত্মসাতের কথা অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বার বলেন, ‘মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর-কিশোরী ক্লাব বাস্তবায়ন প্রকল্পের আওতাধীন দৌলতপুর উপজেলার ১৪টি ক্লাবে জানুয়ারি-২০২২-এর নাস্তার টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য একটি পত্র পেয়েছি। দ্রুত তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।’
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলার ১৪টি কিশোর-কিশোরী ক্লাবের নাস্তার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২ মার্চ কিশোর-কিশোরী ক্লাব বাস্তবায়ন প্রকল্পের পরিচালক জয়ন্ত কুমার শিকদার স্বাক্ষরিত পত্রে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর-কিশোরী ক্লাব বাস্তবায়ন প্রকল্পের আওতায় দৌলতপুর উপজেলার ১৪টি ক্লাবে গত জানুয়ারি মাসে কোনো নাস্তা দেওয়া হয়নি। সে হিসাবে প্রতিটি ক্লাবে ৩৫ জন করে কিশোর-কিশোরীর নাস্তা বাবদ জনপ্রতি ৩০ টাকা করে সর্বমোট ১ লাখ ১৭ হাজার ৬০০ টাকা আত্মসাত করা হয়েছে। অভিযোগ উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুনের বিরুদ্ধে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়নের জেন্ডার প্রমোটাররা মহিলাবিষয়ক কর্মকর্তাকে বারবার বললেও মহিলাবিষয়ক কর্মকর্তা কর্ণপাত করেননি। পরে তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন নাস্তার টাকা আত্মসাতের কথা অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বার বলেন, ‘মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর-কিশোরী ক্লাব বাস্তবায়ন প্রকল্পের আওতাধীন দৌলতপুর উপজেলার ১৪টি ক্লাবে জানুয়ারি-২০২২-এর নাস্তার টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য একটি পত্র পেয়েছি। দ্রুত তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪