Ajker Patrika

ভারতের বেঙ্গালুরুর ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের বেঙ্গালুরুর ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের বেঙ্গালুরুর ৪৪টি বেসরকারি স্কুল বোমা হামলার হুমকি পেয়েছে। স্কুলগুলোর প্রাঙ্গণে বিস্ফোরক পুঁতে রাখা রয়েছে বলে আজ শুক্রবার সকালে এক ইমেইল বার্তায় দাবি করা হয়। এরই মধ্যে ছয়টি স্কুল খালি করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

এডিটিভির প্রতিবেদন অনুসারে, ইমেইল বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। যে কোনো সন্দেহজনক বস্তুর জন্য স্কুলগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যেসব স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, তার সবকটিতেই বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছেছে। এসব স্কুলের মধ্যে রয়েছে- হোয়াইটফিল্ড, কোরেমাঙ্গালা, বাসভেশনগর, ইয়ালাহাংকা ও সাদাশিবনগরের কয়েকটি স্কুল।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, ‘আমরা ইমেইল বার্তাটির উৎস খুঁজে বের করার চেষ্টা করছি। পুলিশকে এ হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখতে বলেছি।’

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেন, ‘এটি ভুয়া মনে হলেও পুলিশ কোনো ঝুঁকি নিচ্ছে না। ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করতে পুলিশ সব ধরনের চেষ্টা চালাচ্ছে।’

এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেন, ‘আজ সকালে (শুক্রবার) বেঙ্গালুরু শহরের কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল বার্তা পাঠানো হয়। যাচাই-বাছাইয়ের জন্য নাশকতা বিরোধী ও বোমা শনাক্তকরণ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। এটি ভুয়া হুমকি মনে হচ্ছে। তারপরও অপরাধীদের ধরার জন্য সব ধরনের চেষ্টা করা হবে।’    

বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে একটি স্কুল অভিভাবকদের উদ্দেশ্যে বেশ কয়েকটি সতর্কবার্তা প্রকাশ করে। 
 
সতর্কবার্তায় বলা হয়, ‘স্কুলে আজ আমরা একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হয়েছি। অজ্ঞাত উৎস থেকে স্কুলকে নিরাপত্তা হুমকি দেওয়া হয়েছে। যেহেতু আমাদের কাছে আমাদের শিশুর নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই আমরা অনতিবিলম্বে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আজ শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহ অভিভাবকদের আবারও নিশ্চিত করে বলেন, ‘আমি পুলিশকে নির্দেশনা দিয়েছি, তারা তদন্ত করবে। সতর্কতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত