ইমরান হোসাইন, (জাজিরা) শরীয়তপুর
‘সবার কাছ থেকে বেশি টাকা রাখো কেন? এদের কাছে ১০-২০ টাকাও অনেক কিছু বোঝ না?’ ৫০০ টাকার সিডি ১ হাজার টাকায় বিক্রি প্রসঙ্গে জাজিরা উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম খান অফিস সহকারী রথিনাথকে এই প্রশ্ন করেছেন।
জানা যায়, দেশব্যাপী ইউপি নির্বাচন সামনে রেখে সিডি আকারে এলাকাভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন অফিস। চেয়ারম্যান, ইউপি সদস্য পদপ্রার্থীরা এই তালিকা কিনে নিচ্ছেন। সোনালী ব্যাংকে ৫০০ টাকা জমা দিয়ে চালানের মাধ্যমে এই সিডি সংগ্রহ করার নিয়ম করা হয়েছে।
তবে শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাচন অফিসে এই সিডি বিক্রি হচ্ছে ১ হাজার টাকা দরে। সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এ চিত্র দেখা যায়। এই প্রতিবেদকের সামনেই জাজিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জাকির হোসেনের পক্ষে তাঁর ভাই জামাল ব্যাপারী জাজিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকার সিডি কিনতে গেলে তাঁর কাছ থেকে নগদ ১ হাজার টাকা নেওয়া হয়। ব্যাংকের চালান ছাড়াই দিয়ে দেওয়া হয় সিডি।
রথিনাথ নামের একজন অফিস সহকারী এই টাকা রাখছিলেন। অতিরিক্ত টাকা রাখার বিষয়ে জানতে চাইলে তিনি অফিসারদের সঙ্গে কথা বলতে বলেন। একই সঙ্গে বলেন, ‘নির্বাচন তো আর বারবার আসে না; তাই, মিষ্টি খেতে বেশি করে রাখি আরকি।’
বিষয়টি জানাতে জাজিরা উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম খানের কাছে গেলে তিনি রাগান্বিত হয়ে বলেন, ‘আপনারা কি নির্বাচন করতে আসছেন, নাকি ঝামেলা করতে আসছেন? টাকা রাখায় নিয়োজিত রথিনাথকে ধমক দিয়ে তিনি বলেন, ‘সবার কাছ থেকে বেশি টাকা রাখো কেন? এদের কাছে ১০-২০ টাকাও অনেক কিছু বোঝ না?’
এর আগেও সংবাদকর্মীদের ধান্দাবাজ বলে আখ্যায়িত করেছেন মঞ্জুরুল আলম। বলেছিলেন, ‘এরা ধান্দাবাজ; এদের আমার চেনা আছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়াকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি বলেন, ‘আপনারা আপনাদের মতো করে অ্যাকশন নিন। কেউ যদি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, তার দায়ভার প্রশাসন নেবে না।’
এ বিষয়ে শরীয়তপুর জেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘মঞ্জুরুল আলম খান সাহেবের আচরণে একটু সমস্যা আছে। আমি বিষয়টি নিয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
‘সবার কাছ থেকে বেশি টাকা রাখো কেন? এদের কাছে ১০-২০ টাকাও অনেক কিছু বোঝ না?’ ৫০০ টাকার সিডি ১ হাজার টাকায় বিক্রি প্রসঙ্গে জাজিরা উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম খান অফিস সহকারী রথিনাথকে এই প্রশ্ন করেছেন।
জানা যায়, দেশব্যাপী ইউপি নির্বাচন সামনে রেখে সিডি আকারে এলাকাভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন অফিস। চেয়ারম্যান, ইউপি সদস্য পদপ্রার্থীরা এই তালিকা কিনে নিচ্ছেন। সোনালী ব্যাংকে ৫০০ টাকা জমা দিয়ে চালানের মাধ্যমে এই সিডি সংগ্রহ করার নিয়ম করা হয়েছে।
তবে শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাচন অফিসে এই সিডি বিক্রি হচ্ছে ১ হাজার টাকা দরে। সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এ চিত্র দেখা যায়। এই প্রতিবেদকের সামনেই জাজিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জাকির হোসেনের পক্ষে তাঁর ভাই জামাল ব্যাপারী জাজিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকার সিডি কিনতে গেলে তাঁর কাছ থেকে নগদ ১ হাজার টাকা নেওয়া হয়। ব্যাংকের চালান ছাড়াই দিয়ে দেওয়া হয় সিডি।
রথিনাথ নামের একজন অফিস সহকারী এই টাকা রাখছিলেন। অতিরিক্ত টাকা রাখার বিষয়ে জানতে চাইলে তিনি অফিসারদের সঙ্গে কথা বলতে বলেন। একই সঙ্গে বলেন, ‘নির্বাচন তো আর বারবার আসে না; তাই, মিষ্টি খেতে বেশি করে রাখি আরকি।’
বিষয়টি জানাতে জাজিরা উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম খানের কাছে গেলে তিনি রাগান্বিত হয়ে বলেন, ‘আপনারা কি নির্বাচন করতে আসছেন, নাকি ঝামেলা করতে আসছেন? টাকা রাখায় নিয়োজিত রথিনাথকে ধমক দিয়ে তিনি বলেন, ‘সবার কাছ থেকে বেশি টাকা রাখো কেন? এদের কাছে ১০-২০ টাকাও অনেক কিছু বোঝ না?’
এর আগেও সংবাদকর্মীদের ধান্দাবাজ বলে আখ্যায়িত করেছেন মঞ্জুরুল আলম। বলেছিলেন, ‘এরা ধান্দাবাজ; এদের আমার চেনা আছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়াকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি বলেন, ‘আপনারা আপনাদের মতো করে অ্যাকশন নিন। কেউ যদি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, তার দায়ভার প্রশাসন নেবে না।’
এ বিষয়ে শরীয়তপুর জেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘মঞ্জুরুল আলম খান সাহেবের আচরণে একটু সমস্যা আছে। আমি বিষয়টি নিয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫