Ajker Patrika

চা-দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৩: ০৮
চা-দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে এক চা-দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তিনি জৈনা বাজার এলাকার জুলহাস মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন (৫৫)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পাথরঘাটা গ্রামের কালু ব্যাপারীর ছেলে।

আমজাদ হোসেনের বড় ছেলে আব্দুর রহিম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাবা আমাকে ও আমার ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে আমি লোকজন জড়ো করি।’ তিনি আরও বলেন, ‘বাবা সব সময় ঋণের বিষয়ে চিন্তা করতেন। বলতেন, আমি মরে গেলে কিস্তির জন্য আর চাপ সইতে হবে না।’

নিহতের ফুপাতো ভাই ফারুক মল্লিক বলেন, ‘অনেক বছর আগে আমজাদ হোসেন জৈনা বাজার এসেছেন। তিনি চায়ের দোকান দিয়ে সংসার চালাতেন। তাঁর পাঁচ লাখ টাকার ওপরে ঋণ রয়েছে। ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা।’

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাদবর নিহতের স্ত্রীর বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, নিহতের স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামীর অনেক টাকা ঋণ রয়েছে। ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত