উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বন্ধুর সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় রাজধানীর তুরাগে বন্ধুকে খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর নামক গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বন্ধুর নাম ইমাম হাসান ওরফে হৃদয় (২০)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ময়নামতি এলাকার ইসমাঈল হোসেনের ছেলে। তিনি বর্তমানে তুরাগের বৃন্দাবন বস্তিতে বসবাস করেন। এ ঘটনায় নিহত বন্ধুর নাম রাসেল (২২)।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুরাগের ডিয়াবাড়ির বৃন্দাবন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে র্যাব-৮-এর সিপিসি-১-এর পটুয়াখালী ক্যাম্পের লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম গ্রেপ্তার হৃদয়ের বরাত দিয়ে বলেন, রাসেল ও হৃদয় তুরাগের বৃন্দাবন বস্তিতে বসবাস করতেন। সেই সুবাদে তাঁদের বন্ধুত্ব হয়। যার কারণে একে অপরের বাড়িতে যাতায়াত ছিল। সেই সূত্রে হৃদয়ের স্ত্রী (১৭) সঙ্গে রাসেলের পরকীয়া গড়ে ওঠে।
ঘটনার দিন সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার দিকে হৃদয় বাইর থেকে বাসায় যান। তখন হৃদয়ের স্ত্রী আখি নুরের সঙ্গে রাসেলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। এ সময় হৃদয় রাসেলকে কিলঘুষি মারতে থাকেন। এ সময় হাতের কাছে একটি ছুরি পেয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। স্ত্রী আখি বাধা দিতে এসে তিনিও আহত হন। পরে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে রাসেলের বাবা বাদী হয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা করেন।
লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পরপরই হৃদয় গাবতলী বাসস্ট্যান্ড থেকে কুয়াকাটা চলে যান। পরের দিন খালাতো ভাইয়ের শ্বশুরবাড়ি বরগুনা জেলার আঠারগাছিয়াতে আত্মগোপন করেন। পরে র্যাব সদর দপ্তর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হৃদয়ের অবস্থান শনাক্ত করে। সেই সঙ্গে র্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয়।
বন্ধুর সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় রাজধানীর তুরাগে বন্ধুকে খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর নামক গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বন্ধুর নাম ইমাম হাসান ওরফে হৃদয় (২০)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ময়নামতি এলাকার ইসমাঈল হোসেনের ছেলে। তিনি বর্তমানে তুরাগের বৃন্দাবন বস্তিতে বসবাস করেন। এ ঘটনায় নিহত বন্ধুর নাম রাসেল (২২)।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুরাগের ডিয়াবাড়ির বৃন্দাবন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে র্যাব-৮-এর সিপিসি-১-এর পটুয়াখালী ক্যাম্পের লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম গ্রেপ্তার হৃদয়ের বরাত দিয়ে বলেন, রাসেল ও হৃদয় তুরাগের বৃন্দাবন বস্তিতে বসবাস করতেন। সেই সুবাদে তাঁদের বন্ধুত্ব হয়। যার কারণে একে অপরের বাড়িতে যাতায়াত ছিল। সেই সূত্রে হৃদয়ের স্ত্রী (১৭) সঙ্গে রাসেলের পরকীয়া গড়ে ওঠে।
ঘটনার দিন সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার দিকে হৃদয় বাইর থেকে বাসায় যান। তখন হৃদয়ের স্ত্রী আখি নুরের সঙ্গে রাসেলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। এ সময় হৃদয় রাসেলকে কিলঘুষি মারতে থাকেন। এ সময় হাতের কাছে একটি ছুরি পেয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। স্ত্রী আখি বাধা দিতে এসে তিনিও আহত হন। পরে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে রাসেলের বাবা বাদী হয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা করেন।
লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পরপরই হৃদয় গাবতলী বাসস্ট্যান্ড থেকে কুয়াকাটা চলে যান। পরের দিন খালাতো ভাইয়ের শ্বশুরবাড়ি বরগুনা জেলার আঠারগাছিয়াতে আত্মগোপন করেন। পরে র্যাব সদর দপ্তর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হৃদয়ের অবস্থান শনাক্ত করে। সেই সঙ্গে র্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫