নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক মেয়র হাবিবুর রহমানের পক্ষে ভোট দেওয়ায় তিন ভোটারকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা।
আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে কেন্দ্রে ছুটে যান হাবিবুর রহমানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পরে তাঁকে শান্ত করে কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায়, গোপন কক্ষে ঢুকে ইভিএম মেশিনে জগ প্রতীকে ভোট দেন ওই তিনজন। এতে ক্ষুব্ধ হয়ে শরীফ ও তাঁর সহযোগীরা কেন্দ্রের বাইরে তাঁদের মারধর করেন। আহত অবস্থায় তাঁদের গাউছিয়া এলাকায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হামলায় আহত রয়েল বিশ্বাসের (২৭) মা মমতা রানী বিশ্বাস ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই চিৎকার করতে থাকেন। তিনি বলেন, ‘আমার পোলায় জগ মার্কায় ক্যান ভোট দিল, নৌকায় কিল্লিগা দিল না এই জন্য শরীফে আমার পোলারে মারছে। আমরা যারে মনে চায় তারে ভোট দিম। অয় মারার কে? আমার পোলারে কিল্লিগা মারল আমি বিচার চাই।’
এ বিষয়ে সেখানে উপস্থিত একাধিক ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকে সব কেন্দ্রে ভোট শান্তিপূর্ণ ছিল। কিন্তু এখানে ছাত্রলীগের শরীফ আমার ভোটারদের মারধর করে কেন্দ্র দখল করছে। আমার ভোটাররা ভয়ে চলে গেছে। এভাবে ভোট চলতে পারে না। পুলিশের সামনেই মারধর করেছে শরীফ।’
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক মেয়র হাবিবুর রহমানের পক্ষে ভোট দেওয়ায় তিন ভোটারকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা।
আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে কেন্দ্রে ছুটে যান হাবিবুর রহমানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পরে তাঁকে শান্ত করে কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায়, গোপন কক্ষে ঢুকে ইভিএম মেশিনে জগ প্রতীকে ভোট দেন ওই তিনজন। এতে ক্ষুব্ধ হয়ে শরীফ ও তাঁর সহযোগীরা কেন্দ্রের বাইরে তাঁদের মারধর করেন। আহত অবস্থায় তাঁদের গাউছিয়া এলাকায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হামলায় আহত রয়েল বিশ্বাসের (২৭) মা মমতা রানী বিশ্বাস ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই চিৎকার করতে থাকেন। তিনি বলেন, ‘আমার পোলায় জগ মার্কায় ক্যান ভোট দিল, নৌকায় কিল্লিগা দিল না এই জন্য শরীফে আমার পোলারে মারছে। আমরা যারে মনে চায় তারে ভোট দিম। অয় মারার কে? আমার পোলারে কিল্লিগা মারল আমি বিচার চাই।’
এ বিষয়ে সেখানে উপস্থিত একাধিক ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকে সব কেন্দ্রে ভোট শান্তিপূর্ণ ছিল। কিন্তু এখানে ছাত্রলীগের শরীফ আমার ভোটারদের মারধর করে কেন্দ্র দখল করছে। আমার ভোটাররা ভয়ে চলে গেছে। এভাবে ভোট চলতে পারে না। পুলিশের সামনেই মারধর করেছে শরীফ।’
গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
১ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৪ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪