নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পাঁচদোনায় একটি ফলের আড়তে হামলা চালিয়ে পাঁচজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কাজী নাহিদুল ইসলাম।
এর আগে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাঁচদোনার একটি ফলের আড়তে হামলা চালিয়ে নিরাপত্তাবেষ্টনী ভেঙে পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনা ঘটে।
আহতেরা হলেন—আড়তের কর্মী নোবেল মাহমুদ (২৬), হৃদয় মিয়া (২২), আনিসুর রহমান (৩৫), ইয়াছিন মিয়া (২৫) ও ফেরদৌস মিয়া (২০)।
বাদীপক্ষের আইনজীবী কাজী নাহিদুল ইসলাম জানান, পাঁচদোনা এলাকার ‘আল্লাহর দান’ নামের একটি ফলের আড়তে স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে তাঁর কর্মী-সমর্থক হামলা করেন। এ সময় তাঁদের বাধা দেওয়ায় আড়তটির পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহত ব্যক্তিরা চিকিৎসা শেষে মাধবদী থানায় মামলা করতে গেলেও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ। পরে আহত মালিকের বাবা হাদীউর রহমান আদালতে মামলা করেন।
মামলার আসামিরা হলেন—ইউপি চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত (২৭), তাঁর কর্মী মেহেদী হাসান (৩০), আশরাফ মিয়া (২৮), রবিন মিয়া (৩০), সাজন মিয়া (২৫), মো. হুমায়ুন (২৮), রাজন মিয়া (৩০), সাদ্দাম হোসেন (২৫), ছাদু মিয়া (২২), ফয়সাল মিয়া (২৮), হুমায়ুন মিয়া (৩০) ও মো. মামুন (২৬)। মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আমলি আদালত ওই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিদের গ্রেপ্তারের জন্য মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার বিষয়ে ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্তের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।
তবে এর আগে ইউপি চেয়ারম্যান বলেছিলেন, ‘স্থানীয়দের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় ওই ফলের আড়তের দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। এ সময় বাধা দিতে এসে কয়েকজন আহত হয়েছেন। পেশিশক্তি ব্যবহারের মাধ্যমে একটি পক্ষ ফলের আড়তটি নির্মাণ করেছিল। তাই আমার লোকজন সেখানে গিয়ে ওই দেয়াল ভেঙে দিয়েছে।’
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আদালতে মামলা হওয়ার বিষয়টি এইমাত্র শুনলাম। এ বিষয়ে আদালতের কোনো নির্দেশ এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করা হবে।’
নরসিংদীর পাঁচদোনায় একটি ফলের আড়তে হামলা চালিয়ে পাঁচজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কাজী নাহিদুল ইসলাম।
এর আগে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাঁচদোনার একটি ফলের আড়তে হামলা চালিয়ে নিরাপত্তাবেষ্টনী ভেঙে পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনা ঘটে।
আহতেরা হলেন—আড়তের কর্মী নোবেল মাহমুদ (২৬), হৃদয় মিয়া (২২), আনিসুর রহমান (৩৫), ইয়াছিন মিয়া (২৫) ও ফেরদৌস মিয়া (২০)।
বাদীপক্ষের আইনজীবী কাজী নাহিদুল ইসলাম জানান, পাঁচদোনা এলাকার ‘আল্লাহর দান’ নামের একটি ফলের আড়তে স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে তাঁর কর্মী-সমর্থক হামলা করেন। এ সময় তাঁদের বাধা দেওয়ায় আড়তটির পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহত ব্যক্তিরা চিকিৎসা শেষে মাধবদী থানায় মামলা করতে গেলেও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ। পরে আহত মালিকের বাবা হাদীউর রহমান আদালতে মামলা করেন।
মামলার আসামিরা হলেন—ইউপি চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত (২৭), তাঁর কর্মী মেহেদী হাসান (৩০), আশরাফ মিয়া (২৮), রবিন মিয়া (৩০), সাজন মিয়া (২৫), মো. হুমায়ুন (২৮), রাজন মিয়া (৩০), সাদ্দাম হোসেন (২৫), ছাদু মিয়া (২২), ফয়সাল মিয়া (২৮), হুমায়ুন মিয়া (৩০) ও মো. মামুন (২৬)। মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আমলি আদালত ওই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিদের গ্রেপ্তারের জন্য মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার বিষয়ে ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্তের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।
তবে এর আগে ইউপি চেয়ারম্যান বলেছিলেন, ‘স্থানীয়দের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় ওই ফলের আড়তের দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। এ সময় বাধা দিতে এসে কয়েকজন আহত হয়েছেন। পেশিশক্তি ব্যবহারের মাধ্যমে একটি পক্ষ ফলের আড়তটি নির্মাণ করেছিল। তাই আমার লোকজন সেখানে গিয়ে ওই দেয়াল ভেঙে দিয়েছে।’
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আদালতে মামলা হওয়ার বিষয়টি এইমাত্র শুনলাম। এ বিষয়ে আদালতের কোনো নির্দেশ এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করা হবে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৪ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৫ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৬ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২৩ দিন আগে