Ajker Patrika

অনুমোদনবিহীন পণ্য বিক্রি, শাহজালালে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনুমোদনবিহীন পণ্য বিক্রি, শাহজালালে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অনুমোদনবিহীনপণ্য বিক্রির দায়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার প্রতিষ্ঠানকে পরিমাণ জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। 

আদালত সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে এয়ারপোর্ট রেস্টুরেন্টে অভিযান চালান। সেখানে অনুমোদনবিহীন ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এরপর আদালত বিমানবন্দরের ভেতরে নিচতলার এয়ারপোর্ট স্ন্যাকস, শীতলপাটি লাউঞ্জ, শর্মা হাউজ এবং ফারুক স্টোরে অভিযান চালান। অভিযানকালে আদালত দেখতে পান প্রতিষ্ঠানগুলো বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই চকলেট, চিপস ও কেক তৈরি এবং বাজারজাত করছে। এই অপরাধে এয়ারপোর্ট স্ন্যাকস, শীতল পাটি লাউঞ্জকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। একই অপরাধে শর্মা হাউজকে ৫০ হাজার টাকা এবং ফারুক স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বিএসটিআই জানায়, ২০১৮ সালের বিএসটিআই আইন অনুযায়ী বাধ্যতামূলক পণ্যের সিএম সনদ গ্রহণ ছাড়া কোনো বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করা যাবে না। অথচ বিমানবন্দর এলাকায় এসব প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। শুধু তাই নয়, এসব পণ্যের দামও সেখানে অস্বাভাবিক রাখার অভিযোগ রয়েছে। 

আদালত পরিচালনায় সহায়তাকারী বিএসটিআইয়ের সহকারী পরিচালক জিশান আহম্মেদ বলেন, ‘বিমানবন্দরের ভেতরে অবস্থিত দোকানগুলোতে নানা অনিয়ম পাওয়া যায়। ২৫-৩০ টাকার এক কাপ কফি ১০০ টাকা এবং একপাতা ফটোকপি করতে ১০০ টাকা আদায় করা হচ্ছিল। তবে এসব বিষয়ে জেল-জরিমানা করার আইনগত কোনো ক্ষমতা বিএসটিআইয়ের নেই। তবে সিএম লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন, প্রদর্শন ও বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এ সময় ঢাকা মহানগর পুলিশের সহযোগিতা নেওয়া হয়। এছাড়া আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক জিশান আহম্মেদ, মাঠ কর্মকর্তা সাইদুর রহমান ও খালেদ হোসেন। দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত