Ajker Patrika

ফতুল্লায় মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় থানায় মামলা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফতুল্লায় মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় থানায় মামলা 

নারায়ণগঞ্জের ফতুল্লায় মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে শ্বাসরোধে হত্যা এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার মৃতের মেয়ের জামাই জাহের আলী (৫৪) বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মহসীন বলেন, ‘মৃতের মেয়ের জামাই বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। আমরা বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত চালাচ্ছি। আলামত এবং বিভিন্ন বক্তব্যসহ নিজস্ব সোর্সের সহায়তায় অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’ 

মামলায় বলা হয়েছে, ঘটনার কিছুদিন আগে ব্যাংক থেকে তুলে আনা ৩০ লাখ টাকাসহ আলমারিতে ৩২ লাখ টাকা সংরক্ষিত ছিল। ঘটনার দিন রাতে তিনজন জ্যাকেট পরা দুষ্কৃতিকারী ঘরে প্রবেশ করে মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় তাঁর ছেলে হাফেজ মাসুদের হাত, পা ও মুখ বেঁধে রাখে। আসামিদের বয়স আনুমানিক ২৫ থেকে ৪০ এর মধ্যে। 

এ ব্যাপারে মৃতের ছেলে হাফেজ মাসুদ বলেন, ‘গত মঙ্গলবার আমাদের বাড়িতে অনেক আত্মীয় বেড়াতে এসেছিল। রাতে আমি ও আমার বাবা নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে হঠাৎ তিনজন লোক ঘরে ঢোকে এবং আমার হাত-পা ও চোখ বেঁধে মারধর করে। চলে যাওয়ার সময় ঘরে থাকা ২০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। তবে ওই দুর্বৃত্তরা কীভাবে বাড়িতে প্রবেশ করেছে তা বলতে পারছি না।’ 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হ‌ুমায়ূন কবির বলেন, ‘ওই বাড়িতে বাইরে থেকে কারও প্রবেশের কোনো আলামত আমরা পাইনি। তা ছাড়া ঘরে চারটি সিসি ক্যামেরা থাকলেও সেগুলোর হার্ডডিস্ক খুলে নেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত