সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের সমান ৯ বছর বয়স রোজার। গতকাল ২৭ এপ্রিল বৃহস্পতিবার ছিল সাত খুনের ৯ বছর পূর্তি। বাবার মৃত্যুর তিন মাস পর রোজার জন্ম। বন্ধু-সহপাঠী সবার বাবা থাকলেও তার বাবা কেবল ফ্রেমের ছবিতে বন্দী। বাবা বলতে সে শুধু এই ছবিকেই বোঝে।
রোজা সাত খুনের ঘটনায় নিহত গাড়িচালক জাহাঙ্গীর আলমের মেয়ে। জাহাঙ্গীর যুবলীগ নেতা মনিরুজ্জামান স্বপনের গাড়িচালক ছিলেন। ঘটনার দিন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে স্বপনের সঙ্গে অপহরণ করা হয় জাহাঙ্গীরকেও। পরে অন্যদের সঙ্গে তার লাশও ভেসে ওঠে শীতলক্ষ্যার কালো পানিতে। ক্ষতবিক্ষত সবার লাশ বেঁধে রাখা হয়েছিল ইট আর রশি দিয়ে।
বাবার আদর থেকে সে বঞ্চিত হলেও ছবির বাবাকে রোজা তার আদর থেকে বঞ্চিত করে না। সময় পেলেই চুমো দেয়, মুখে হাত বোলায় আর বুকে জড়িয়ে ছবির বাবাকে স্পর্শ করে। আধো আধো মুখে আজকের পত্রিকাকে রোজা বলে, ‘বাবার আদর কী, আমি জানি না। কখনো আমার বাবাকে দেখি নাই। শুধু ছবি দেখে বড় হইসি। আমার বাবাকে দেখতে খুব ইচ্ছে করে।’
বিয়ের মাত্র ১০ মাসের মাথায় স্বামী জাহাঙ্গীরকে হারান নূপুর। বছরের পর বছর একমাত্র কন্যাকে জড়িয়ে বেঁচে আছেন। কান্নাজড়িত কণ্ঠে নূপুর বলেন, ‘বিয়ের ১০ মাস পর স্বামীকে হারাইসি। তার তো কোনো দোষ ছিল না। সে চাকরি করত, আমাদের জন্য উপার্জন করত। কেন তাকে অকালে জীবন দিতে হলো? তার আশা ছিল আমাদের সংসারে মেয়েসন্তান আসবে। সেই মেয়েকে দেখে যেতে পারল না। তাকে হারিয়েছি আজ ৯ বছর। আমার মেয়েটারও আগামী মাসে ৯ বছর পূর্ণ হবে। হত্যার এত দিন পরও আসামিদের শাস্তি হচ্ছে না।’
কথার মাঝেই রোজাকে বুকে জড়িয়ে নূপুর বলেন, ‘আমার মেয়ে এখনো জিজ্ঞাসা করে, তার বাবা দেখতে কেমন? বাবা কেমন মানুষ ছিল? আমি বুকে কষ্ট চাপা দিয়ে সান্ত্বনা দেই। আমার বাচ্চা বাবার আদর পায় না। সরকার এত ভালো কাজ করে, তাহলে এই আসামিদের কেন ৯ বছরেও ফাঁসি হচ্ছে না? এত দিন তো লাগার কথা না!’
ছেলেকে হারানোর বেদনা জাহাঙ্গীরের মাকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। ছেলের মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছে তাঁর স্বাস্থ্য। মৃত্যুর আগে ইচ্ছা কেবল হত্যাকারীদের ফাঁসি দেখে যাওয়ার। জাহাঙ্গীরের মা বলেন, ‘হুনলাম ফাঁসির অর্ডার অইসে। এখন পর্যন্ত হেই ফাঁসি অইতে দেখলাম না। আমার পুতের তো অপরাধ ছিল না, অয় ড্রাইবার আছিল। অপরাধ করলে নেতারা করছে, আমার পোলায় তো কিছু করে নাই।’
তিনি আরও বলেন, ‘আমার নাতনিটা বাপের ছবি দেইখা কান্দে। বুঝ দিয়া দিয়া রাখি এত দিন। আসামি গো ফাঁসি হইসে এইটা যদি শুনতাম, তাইলেও মনরে বুঝ দিতে পারতাম। এই ফাঁসি দেইখা মরতে পারলে শান্তি পাইতাম। আমার পোলা যদি গুন্ডামি করত, মারামারি করত, তাইলেও কইতাম মারামারি করতে গিয়া মরছে। বিচার পাইলাম না আর আশা রাখি কই?’
২০১৪ সালের ২৭ এপ্রিল নাসিকের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে নিখোঁজ সাতজনের লাশ।
নিহত ব্যক্তিরা হলেন সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, যুবলীগ নেতা মনিরুজ্জামান স্বপন, স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর আলম, নজরুলের সহযোগী তাজুল ইসলাম, নজরুলের বন্ধু সিরাজুল ইসলাম লিটন ও চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিম হোসেন।
হত্যাকাণ্ডের ঘটনায় নজরুলের স্ত্রী বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার বাদী হয়ে ফতুল্লা থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের চাকরিচ্যুত সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, লে. কমান্ডার রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
একই সঙ্গে আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে ২৮ আসামি উচ্চ আদালতে আপিল করেন। ২০১৮ সালে ২২ আগস্ট উচ্চ আদালত ১৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন এবং ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলাটি বর্তমানে আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
জন্মের পর প্রথম রোজাকে কোলে নিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রমজান মাসে জন্ম নেওয়ায় মেয়র তার নাম রেখেছিলেন রোজা। নিহত জাহাঙ্গীরের স্ত্রী নূপুরকে সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে চাকরি দেওয়ারও ব্যবস্থা করেন আইভী।
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের সমান ৯ বছর বয়স রোজার। গতকাল ২৭ এপ্রিল বৃহস্পতিবার ছিল সাত খুনের ৯ বছর পূর্তি। বাবার মৃত্যুর তিন মাস পর রোজার জন্ম। বন্ধু-সহপাঠী সবার বাবা থাকলেও তার বাবা কেবল ফ্রেমের ছবিতে বন্দী। বাবা বলতে সে শুধু এই ছবিকেই বোঝে।
রোজা সাত খুনের ঘটনায় নিহত গাড়িচালক জাহাঙ্গীর আলমের মেয়ে। জাহাঙ্গীর যুবলীগ নেতা মনিরুজ্জামান স্বপনের গাড়িচালক ছিলেন। ঘটনার দিন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে স্বপনের সঙ্গে অপহরণ করা হয় জাহাঙ্গীরকেও। পরে অন্যদের সঙ্গে তার লাশও ভেসে ওঠে শীতলক্ষ্যার কালো পানিতে। ক্ষতবিক্ষত সবার লাশ বেঁধে রাখা হয়েছিল ইট আর রশি দিয়ে।
বাবার আদর থেকে সে বঞ্চিত হলেও ছবির বাবাকে রোজা তার আদর থেকে বঞ্চিত করে না। সময় পেলেই চুমো দেয়, মুখে হাত বোলায় আর বুকে জড়িয়ে ছবির বাবাকে স্পর্শ করে। আধো আধো মুখে আজকের পত্রিকাকে রোজা বলে, ‘বাবার আদর কী, আমি জানি না। কখনো আমার বাবাকে দেখি নাই। শুধু ছবি দেখে বড় হইসি। আমার বাবাকে দেখতে খুব ইচ্ছে করে।’
বিয়ের মাত্র ১০ মাসের মাথায় স্বামী জাহাঙ্গীরকে হারান নূপুর। বছরের পর বছর একমাত্র কন্যাকে জড়িয়ে বেঁচে আছেন। কান্নাজড়িত কণ্ঠে নূপুর বলেন, ‘বিয়ের ১০ মাস পর স্বামীকে হারাইসি। তার তো কোনো দোষ ছিল না। সে চাকরি করত, আমাদের জন্য উপার্জন করত। কেন তাকে অকালে জীবন দিতে হলো? তার আশা ছিল আমাদের সংসারে মেয়েসন্তান আসবে। সেই মেয়েকে দেখে যেতে পারল না। তাকে হারিয়েছি আজ ৯ বছর। আমার মেয়েটারও আগামী মাসে ৯ বছর পূর্ণ হবে। হত্যার এত দিন পরও আসামিদের শাস্তি হচ্ছে না।’
কথার মাঝেই রোজাকে বুকে জড়িয়ে নূপুর বলেন, ‘আমার মেয়ে এখনো জিজ্ঞাসা করে, তার বাবা দেখতে কেমন? বাবা কেমন মানুষ ছিল? আমি বুকে কষ্ট চাপা দিয়ে সান্ত্বনা দেই। আমার বাচ্চা বাবার আদর পায় না। সরকার এত ভালো কাজ করে, তাহলে এই আসামিদের কেন ৯ বছরেও ফাঁসি হচ্ছে না? এত দিন তো লাগার কথা না!’
ছেলেকে হারানোর বেদনা জাহাঙ্গীরের মাকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। ছেলের মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছে তাঁর স্বাস্থ্য। মৃত্যুর আগে ইচ্ছা কেবল হত্যাকারীদের ফাঁসি দেখে যাওয়ার। জাহাঙ্গীরের মা বলেন, ‘হুনলাম ফাঁসির অর্ডার অইসে। এখন পর্যন্ত হেই ফাঁসি অইতে দেখলাম না। আমার পুতের তো অপরাধ ছিল না, অয় ড্রাইবার আছিল। অপরাধ করলে নেতারা করছে, আমার পোলায় তো কিছু করে নাই।’
তিনি আরও বলেন, ‘আমার নাতনিটা বাপের ছবি দেইখা কান্দে। বুঝ দিয়া দিয়া রাখি এত দিন। আসামি গো ফাঁসি হইসে এইটা যদি শুনতাম, তাইলেও মনরে বুঝ দিতে পারতাম। এই ফাঁসি দেইখা মরতে পারলে শান্তি পাইতাম। আমার পোলা যদি গুন্ডামি করত, মারামারি করত, তাইলেও কইতাম মারামারি করতে গিয়া মরছে। বিচার পাইলাম না আর আশা রাখি কই?’
২০১৪ সালের ২৭ এপ্রিল নাসিকের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে নিখোঁজ সাতজনের লাশ।
নিহত ব্যক্তিরা হলেন সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, যুবলীগ নেতা মনিরুজ্জামান স্বপন, স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর আলম, নজরুলের সহযোগী তাজুল ইসলাম, নজরুলের বন্ধু সিরাজুল ইসলাম লিটন ও চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিম হোসেন।
হত্যাকাণ্ডের ঘটনায় নজরুলের স্ত্রী বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার বাদী হয়ে ফতুল্লা থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের চাকরিচ্যুত সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, লে. কমান্ডার রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
একই সঙ্গে আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে ২৮ আসামি উচ্চ আদালতে আপিল করেন। ২০১৮ সালে ২২ আগস্ট উচ্চ আদালত ১৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন এবং ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলাটি বর্তমানে আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
জন্মের পর প্রথম রোজাকে কোলে নিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রমজান মাসে জন্ম নেওয়ায় মেয়র তার নাম রেখেছিলেন রোজা। নিহত জাহাঙ্গীরের স্ত্রী নূপুরকে সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে চাকরি দেওয়ারও ব্যবস্থা করেন আইভী।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫