ঢামেক প্রতিনিধি
মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে উত্তেজিত জনতার হাতে মারধরে আহত মিরপুরের ব্যবসায়ী বলছেন, তিনি এমন কোনো পোস্ট করেননি, তাঁর আইডি হ্যাক করে কেউ কাজটি করেছে।
কাফরুলের থানার মিরপুর ১৩ নম্বরের গতকাল সন্ধ্যার ঘটনায় আহত ৩১ বছর বয়সী ওই যুবককে অবস্থায় রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
আহত ওই ব্যবসায়ী জানান, তিনি মিরপুর ১৩ নম্বর এলাকায় থাকেন। কাফরুলে তাঁর হার্ডওয়ারের ব্যবসা আছে।
ফেসবুকে মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগের বিষয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার মোবাইলে ফেসবুক আইডির নাম এমডি সোহেল। কে বা কারা আমার ফেসবুক হ্যাক করে হাফেজ সিরাজি নামে নবীজিকে কটূক্তি করে পোস্ট লিখে। এর জের ধরে এলাকাবাসী আমাকে মারধর করে এবং ছুরিকাঘাত করে। পরে পুলিশ সদস্যদের সহায়তায় রক্ষা পাই।’
হাসপাতালে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন ফয়েজ আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর পুলিশ কনভেনশন হলের সামনে বিক্ষুব্ধ জনতা এক লোককে মারধর করছিল। তাকে জনতার হাত থেকে রক্ষা করে আমরা হাসপাতালে নিয়ে আসি।’
‘হাফিজ সিরাজী’ নামে একটি ফেসবুক আইডি থেকে বেশ কয়েকটি পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের অভিযোগ, কয়েক মাস ধরে মহানবীকে (সা.) নিয়ে এই আইডি থেকে নানা কটূক্তি করা হচ্ছে।
এই ঘটনায় গতকাল রোববার ওই ব্যক্তিকে মারধর করার সময় উদ্ধার করার জের ধরে পুলিশের ওপর দফায় দফায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।
মিরপুর বিভাগের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রোববার সন্ধ্যা ৭টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়তে হয়েছে। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে উত্তেজিত জনতার হাতে মারধরে আহত মিরপুরের ব্যবসায়ী বলছেন, তিনি এমন কোনো পোস্ট করেননি, তাঁর আইডি হ্যাক করে কেউ কাজটি করেছে।
কাফরুলের থানার মিরপুর ১৩ নম্বরের গতকাল সন্ধ্যার ঘটনায় আহত ৩১ বছর বয়সী ওই যুবককে অবস্থায় রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
আহত ওই ব্যবসায়ী জানান, তিনি মিরপুর ১৩ নম্বর এলাকায় থাকেন। কাফরুলে তাঁর হার্ডওয়ারের ব্যবসা আছে।
ফেসবুকে মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগের বিষয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমার মোবাইলে ফেসবুক আইডির নাম এমডি সোহেল। কে বা কারা আমার ফেসবুক হ্যাক করে হাফেজ সিরাজি নামে নবীজিকে কটূক্তি করে পোস্ট লিখে। এর জের ধরে এলাকাবাসী আমাকে মারধর করে এবং ছুরিকাঘাত করে। পরে পুলিশ সদস্যদের সহায়তায় রক্ষা পাই।’
হাসপাতালে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন ফয়েজ আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর পুলিশ কনভেনশন হলের সামনে বিক্ষুব্ধ জনতা এক লোককে মারধর করছিল। তাকে জনতার হাত থেকে রক্ষা করে আমরা হাসপাতালে নিয়ে আসি।’
‘হাফিজ সিরাজী’ নামে একটি ফেসবুক আইডি থেকে বেশ কয়েকটি পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের অভিযোগ, কয়েক মাস ধরে মহানবীকে (সা.) নিয়ে এই আইডি থেকে নানা কটূক্তি করা হচ্ছে।
এই ঘটনায় গতকাল রোববার ওই ব্যক্তিকে মারধর করার সময় উদ্ধার করার জের ধরে পুলিশের ওপর দফায় দফায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।
মিরপুর বিভাগের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রোববার সন্ধ্যা ৭টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়তে হয়েছে। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৮ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
৯ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৬ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৬ দিন আগে