Ajker Patrika

হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রযোজকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুন ২০২২, ১৮: ৫৭
হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রযোজকের মরদেহ উদ্ধার 

রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পাশ থেকে বেসরকারি টেলিভিশন ডিবিসির এক প্রযোজকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আব্দুল বারি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বারীকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, আজ বুধবার সকালে ছিন্নমূল কয়েকটি শিশু নিকেতনের পার্শ্ববর্তী লেকপাড়ে একজনের মরদেহ দেখে পার্শ্ববর্তী পুলিশ সদস্যদের জানায়। পরে ঘটনাস্থলে গুলশান থানার পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।

এ খবর নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি আবুল হাসান। তিনি বলেন, নিহত ব্যক্তি ডিবিসি টেলিভিশনের প্রোডিউসার হিসেবে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এটিকে হত্যা উল্লেখ করে ওসি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে এটিকে হত্যা মনে করছি। বিস্তারিত ময়নাতদন্তে জানা যাবে। মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানান, মরদেহ ও আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে বারীকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, পরে তিনি বাঁচার জন্য পানিতে নেমে পড়েন। কারণ তাঁর জামাকাপড় ভেজা ছিল। বারী আবার লেকপাড়ে উঠে এলে তাঁকে মাটিতে শুইয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। তাঁর মরদেহের পাশ থেকে এ সময় রক্তমাখা ছুরি, মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে। তিনি ঢাকার মহাখালীতে ব্যাচেলর থাকতেন। তাঁর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থল গুলশান থানার ওসি, এসি, এডিসি এবং ডিবি ডিসি মশিউর পরিদর্শন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত