গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানায় ইফতারি খেয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় আজ সোমবার কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
গতকাল রোববার রাতে ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সেখানে আরও বলা হয়, রোজা উপলক্ষে কারখানায় প্রতিদিন প্রায় ১৩ হাজার কর্মী ইফতার করে থাকেন। রোববারও কারখানার ভেতরে সবার জন্য ‘স্বাস্থ্যসম্মত’ ইফতারের আয়োজন করা হয়।
ইফতার গ্রহণের সময় পাঁচজন শ্রমিক নিজস্ব ব্যবস্থাপনায় মূল ডাইনিংয়ের বাইরে শরবতজাতীয় পানীয় তৈরি করে পান করেন। এর কিছুক্ষণ পর ওই পাঁচজন শ্রমিকের মধ্য থেকে তিনজন অসুস্থ বোধ করেন।
তাৎক্ষণিকভাবে ওয়ালটনের মেডিকেল টিম তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কারখানার নিজস্ব অ্যাম্বুলেন্সে দ্রুত পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যান।
সেখানে চিকিৎসারত অবস্থায় ওই তিন শ্রমিক মারা যান। পরবর্তীতে আরেকজন শ্রমিক অসুস্থ বোধ করলে তাঁকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিন শ্রমিকের মৃত্যুতে শোক জানিয়ে ওয়ালটন কর্তৃপক্ষ ওই শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি কোম্পানির নীতি অনুযায়ী কমপ্লায়েন্স মেনে (ইনস্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি) যথাযথ সুবিধাসহ তাঁদের পরিবারকে এর অতিরিক্ত আরও আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিকে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে ওয়ালটন কর্তৃপক্ষ একটি ‘উচ্চপর্যায়ের তদন্ত কমিটি’ গঠন করেছে।
তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে ওয়ালটন কর্তৃপক্ষ বলছে, এ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতরা কারখানা ও এর আশপাশে বিশৃঙ্খলার সৃষ্টি করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপে সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ওয়ালটন কারখানার ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. সুজন মিয়া রাতে বলেছিলেন, ‘আমরা যতদূর জেনেছি, খাবারের কারণে নয়, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই শ্রমিকেরা মারা গেছেন।’
অপর দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালের পরিচালক রাজিব হোসেন বলেন, ‘তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করলে কারখানা কর্তৃপক্ষ লাশ নিয়ে যায়। এ ছাড়া অসুস্থ একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।’
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ইফতার খেয়ে নাকি হিট শকে শ্রমিকদের মৃত্যু হয়েছে, তা পরীক্ষা ছাড়া নিশ্চিত বলা যাচ্ছে না।
ওয়ালটন হাইটেক পার্কে রোববার ইফতারের পরপর অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হলে রাত ৮টার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
পরে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলে রাত পৌনে ১২টার দিকে যান চলাচল শুরু হয় বলে জানান ইউএনও।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানায় ইফতারি খেয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় আজ সোমবার কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
গতকাল রোববার রাতে ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সেখানে আরও বলা হয়, রোজা উপলক্ষে কারখানায় প্রতিদিন প্রায় ১৩ হাজার কর্মী ইফতার করে থাকেন। রোববারও কারখানার ভেতরে সবার জন্য ‘স্বাস্থ্যসম্মত’ ইফতারের আয়োজন করা হয়।
ইফতার গ্রহণের সময় পাঁচজন শ্রমিক নিজস্ব ব্যবস্থাপনায় মূল ডাইনিংয়ের বাইরে শরবতজাতীয় পানীয় তৈরি করে পান করেন। এর কিছুক্ষণ পর ওই পাঁচজন শ্রমিকের মধ্য থেকে তিনজন অসুস্থ বোধ করেন।
তাৎক্ষণিকভাবে ওয়ালটনের মেডিকেল টিম তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কারখানার নিজস্ব অ্যাম্বুলেন্সে দ্রুত পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যান।
সেখানে চিকিৎসারত অবস্থায় ওই তিন শ্রমিক মারা যান। পরবর্তীতে আরেকজন শ্রমিক অসুস্থ বোধ করলে তাঁকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিন শ্রমিকের মৃত্যুতে শোক জানিয়ে ওয়ালটন কর্তৃপক্ষ ওই শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি কোম্পানির নীতি অনুযায়ী কমপ্লায়েন্স মেনে (ইনস্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি) যথাযথ সুবিধাসহ তাঁদের পরিবারকে এর অতিরিক্ত আরও আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিকে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে ওয়ালটন কর্তৃপক্ষ একটি ‘উচ্চপর্যায়ের তদন্ত কমিটি’ গঠন করেছে।
তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে ওয়ালটন কর্তৃপক্ষ বলছে, এ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতরা কারখানা ও এর আশপাশে বিশৃঙ্খলার সৃষ্টি করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপে সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ওয়ালটন কারখানার ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. সুজন মিয়া রাতে বলেছিলেন, ‘আমরা যতদূর জেনেছি, খাবারের কারণে নয়, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ওই শ্রমিকেরা মারা গেছেন।’
অপর দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালের পরিচালক রাজিব হোসেন বলেন, ‘তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করলে কারখানা কর্তৃপক্ষ লাশ নিয়ে যায়। এ ছাড়া অসুস্থ একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।’
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ইফতার খেয়ে নাকি হিট শকে শ্রমিকদের মৃত্যু হয়েছে, তা পরীক্ষা ছাড়া নিশ্চিত বলা যাচ্ছে না।
ওয়ালটন হাইটেক পার্কে রোববার ইফতারের পরপর অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হলে রাত ৮টার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
পরে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলে রাত পৌনে ১২টার দিকে যান চলাচল শুরু হয় বলে জানান ইউএনও।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫